মঙ্গলবার ১০ ডিসেম্বর ২০২৪ ২৪ অগ্রহায়ণ ১৪৩১
 

ভারতে মূর্তি বিসর্জনকে বাংলাদেশে মন্দিরে হামলা বলে প্রচার: ফ্যাক্ট ওয়াচ    পবিত্র কোরআনে পরকালের জীবন    শেখ হাসিনা ছিলেন ভারতের বেতনভুক্ত কর্মচারী: হাসনাত    আবারও বাড়ল স্বর্ণের দাম    বেসরকারি খাতে ১০ কোটি ডলার ঋণ দেবে এডিবি    সিরিয়ায় সেনা ঘাটি ও বিমান হামলা বাড়াতে চায় ইসরাইল    আদালতে আসামি চন্দনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি   
ফরিদপুরে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১০ নভেম্বর, ২০২৪, ১০:২৯ অপরাহ্ন

ফরিদপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর মাইনুদ্দিন আহমেদ মানুকে (৬০) গ্রেপ্তার করা হয়েছে। 

আজ রবিবার দুপুর ২টার দিকে শহরের দক্ষিন টেপাখোলা হরিসভা  এলাকায় অবস্থিত তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে মুজাহিদুল ইসলামের দায়ের করা মামলার এজাহার ভুক্ত আসামিমাইনুদ্দিন আহমেদ মানু । ফরিদপুর কোতয়ালী থানার পুলিশ গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছে।

মাইনুদ্দিন আহমেদ মানু জেলা আওয়ামীলীগের প্রভাবশালী নেতা এবং ফরিদপুর পৌরসভার  ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন।

ফরিদপুর কোতয়ালী থানা সুত্রে জানা গেছে, ফরিদপুরে বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলনের সময় শহরের বিভিন্ন জায়গায় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের হামলার শিকার হয় শিক্ষার্থীরা। এ ঘটনায় আহত হন ফরিদপুর সদরের মাহমুদপুর এলাকার বাসিন্দা মুজাহিদুল ইসলামের মেয়ে হেলথ কেয়ার ট্রেনিং সেন্টারে অধ্যায়নরত মুমতাহীনা ইসলাম (১৯)।

এ ঘটনায় মুজাহিদুল ইসলাম (৪৬) বাদী হয়ে গত ১০ অক্টোবর সাবেক প্রধান মনন্ত্রী শেখ হাসিনা সহ ১২৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা তিন থেকে চারশজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এ মামলার এজাহারভুক্ত ৭৪ নম্বর আসামি মাইনুদ্দিন আহমেদ মানু।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ রবিবার দুপুর ২টার দিকে শহরের দক্ষিণ টেপাখোলা মহল্লার হরিসভা এলাকার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় মানুকে। বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

তিনি বলেন, পরে তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft