প্রকাশ: রোববার, ১০ নভেম্বর, ২০২৪, ৭:২৪ অপরাহ্ন
২০২৪-২৫ অর্থ বছরে রবি মৌসূমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৩ হাজার ২১০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
আজ রোববার সকালে ফুলবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত অফিস চত্ত্বরে এই বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম।
এতে উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াছমিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রিয়াজুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফকরুল ইসলাম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শাহানাজ লাইজু চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় কৃষকরা।
এখানে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় থাকা কৃষকদের মধ্যে সরিষা বীজ পাবেন ২ হাজার ৩০০ জন, গমের বীজ পাবেন ৩০০ জন, ভূট্টা বীজ পাবেন ৩৫০ জন, সূর্যমূখী বীজ পাবেন ৩০ জন, চিনা বাদাম পাবে ৫০ জন, পেঁয়াজ বীজ পাবে ৩০ জন, মুগ ডাল বীজ পাবে ৬০ জন, মুসুর ডাল বীজ পাবেন ৪০ জন, খোসারী ডাল বীজ পাবে ৪০ জন ও অরগড় ডাল বীজ পাবে ১০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক।