প্রকাশ: শনিবার, ২ নভেম্বর, ২০২৪, ৮:৫৩ অপরাহ্ন সর্বশেষ আপডেট: শনিবার, ২ নভেম্বর, ২০২৪, ৮:৫৬ অপরাহ্ন
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার বিজয় নস্যাৎ এর চেষ্টা ও অপশক্তির দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জে বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের আয়োজনে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকাল ৪টায় উপজেলার পৌর এলাকার ভানুগাছ বাজারের কমলগঞ্জ-শমশেরনগর সড়কের কমলগঞ্জ প্রেসক্লাব ভবন এর সম্মুখে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কমলগঞ্জ উপজেলা বিএনপি নেতা দুরুদ আহমদের সভাপতিত্বে গণ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব মো.মুজিবুর রহমান চৌধুরী।
কমলগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক মাহবুবুর রহমান মাহবুবের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সভাপতি নুরে আলম সিদ্দিকী, সাধারন সম্পাদক তাজুল ইসলাম তাজু, কমলগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আবু ইব্রাহীম জমসেদ, পতনউষার ইউপি চেয়ারম্যান অলী আহমদ খাঁন, অধ্যক্ষ মো. ফজলুর রহমান জুয়েল,উপজেলা বিএনপি নেতা আবুল হোসেন।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপি নেতা সিরাজুল ইসলাম,লোকমান হোসেন চৌধুরী, মহিউদ্দিন, যুবদলের সদস্য সচিব শেখ হাবিবুর রহমান নোমান,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব দিনার চৌধুরী,পৌর ছাত্রদলের আহবায়ক জুয়েল আহমদ জুলি প্রমূখ।
এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার নেতা সমাবেশস্থলে এসে জড়ো হন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে মুজিবুর রহমান চৌধুরী বলেন, বক্তব্যের শুরুতেই আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা মরহুম প্রেসিডেন্ট, স্বাধীনতার ঘোষক, জনাব জিয়াউর রহমান সাহেবের প্রতি ও একাত্তরের সকল শহীদের প্রতি, স্মরণ করছি ৫- আগস্ট এর পুনরায় বাংলার স্বাধীনতা আনতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে। ছাত্র-জনতা যারা শহীদ হয়েছেন তাদের প্রতি। যারা বিভিন্নভাবে গুলিবিদ্ধ হয়ে আহত জীবনযাপন করছেন সেই সকল ছাত্র-জনতা তাদের প্রতি আমার সমবেদনা জ্ঞাপন করছি। তারা সুস্থ হয়ে উঠুক এই দোয়া করি।
শ্রদ্ধার সাথে স্মরণ করেন বিগত দিনে আমাদের জাতীয়তাবাদী দলের ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী যারা মৃত্যু বরণ করেছেন, আমি তাদের রুহের মাগফেরাত কামনা করছি এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।
তিনি বলেন, একটা প্রবাদ আছে না, 'কয়লা ধুইলে ময়লা যায় না। যারা দুর্নীতি লুটতরাজের সাথে ছিলো, তারা ভবিষ্যতে এমনটাই করবে। দুর্নীতিবাজ সে যে দলেরই হোক, তাদেরকে চিহ্নিত করতে হবে। যারা বিভিন্ন সময়, বিভিন্ন মেয়াদে এমপি, পৌরসভার মেম্বর, চেয়ারম্যান, মেম্বার ছিলেন কে কি করেছে তাদের এলাকা জনগন ও উন্নয়ন নিয়ে কতটুকু পরিকল্পনা এবং এত বছর প্রতিনিধি হয়ে কে কি করেছেন আপনারা সবাই অবগত আছেন, আগামী দিনে যে প্রতিনিধি বেছে নেবেন, আমি বলব বিগত দিনের কর্মকান্ড দেখে, বিচার করে আপনারা প্রতিনিধি বেছে নেবেন। না হলে এই নতুন বাংলাদেশ গড়ন সন্তান হতে না। দুর্নীতির সাথে জড়িত, যারা লুটতরাজ করে নিজেদের আখের গুছিয়েছে এবং কাংস করে দিয়েছে আমাদের এই ইউনিয়ন, উপজেলা, পৌরসভা, শহর- তাদেরকে বয়কট করতে হবে। না হলে যে লাউ সেই কদু হবে।
তিনি আরও বলেন, কমলগঞ্জ -শ্রীমঙ্গলে হাজী মুজিব ফাউন্ডেশন এর পক্ষ থেকে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড করা হয়েছে। বিগত আওয়ামীলীগ সরকারের আমলে আমার উপর হামলা মামলা হয়েছে। উন্নয়ন কর্মকাণ্ডকে বাধাগ্রস্থ করা হয়েছে। বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে নতুন করে দেশ স্বাধীন হওয়ায় আমি উন্নয়ন কর্মকান্ড চালিয়ে যাচ্ছি। আগামী নির্বাচনে জনগণের সমর্থন পেলে বিএনপি জনগণের অধিকার আদায় ও সুশাসন প্রতিষ্ঠার জন্য দৃঢ়ভাবে কাজ করবে। তিনি যেকোন ষড়যন্ত্রে নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।