রোববার ১০ নভেম্বর ২০২৪ ২৫ কার্তিক ১৪৩১
 

এগারো লাখ গ্রাহকের বিমা দাবি নিষ্পত্তি অনিশ্চিত    বিএনপি ক্ষমতা নয়, জনগণের জন্য রাজনীতি করে: মঈন খান    ‘টিসিবির ৪৩ লাখ ফ্যামিলি কার্ড’ বাতিলের খবরটি সঠিক নয়    ডেঙ্গুতে আরো ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৩৪    হত্যা-ডাকাতিসহ ভিন্ন ভিন্ন মামলায় গ্রেপ্তার ৩২     এই সরকারকে সময় দিতে হবে: মির্জা ফখরুল    শিগগিরই বাংলাদেশে আসছে নেপালের বিদ্যুৎ   
গৌরীপুরে স্কুলছাত্রীকে বাঁচাতে গিয়ে ছুরিকাঘাতে আহত দুই শিক্ষক
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪, ৫:০৯ অপরাহ্ন

ময়মনসিংহের গৌরীপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ক্যাম্পাস থেকে মঙ্গলবার (২৯ অক্টোবর/২৪) ৯ম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এসময় স্কুল ছাত্রীকে বাঁচাতে গিয়ে বখাটের ছুরিকাঘাতে আহত হন বিদ্যালয়ের ফার্ম মেশিনারী বিভাগের শিক্ষক মো. সাকিব আল হাসান ও ইলেকট্টিক্যাল বিভাগের শিক্ষক মো. আল আমিন। তারা গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। 

ভুক্তভোগী স্কুলছাত্রী জানান, ক্লাস শেষে কলেজের গেইটে আসতে একজন তার মোবাইল চায়। তাকে মোবাইল নাম্বার না দেয়ায় ও কথা না বলায় উত্যক্ত শুরু করে। একপর্যায়ে আমাকে উঠিয়ে নিবে হুমকি দেয়। আমি ওর হাত থেকে বাঁচতে কলেজের পিছনের গেইট দিয়ে দৌড়ে কলেজ ক্যাম্পাসে চলে আসি। ওই ছেলেটাও পিছু নেয়। কলেজ ক্যাম্পাস থেকে আমাকে তুলে নেয়ার চেষ্টা করে। আমাকে বাঁচাতে শিক্ষকরা এগিয়ে আসলে ওর সঙ্গে থাকা ছুরি দিয়ে দুজন শিক্ষককে আঘাত করে।

ফার্ম মেশিনারী বিভাগের শিক্ষক মো. সাকিব আল হাসান জানায়, শিক্ষার্থীদের হইচই দেখে এগিয়ে যাই। তখন এক ছাত্রীকে উঠিয়ে নেয়ার চেষ্টা করছিলো। তাকে বাধা দেয়ায় তার কোমড়ের পিছন থেকে থাকা ছুরি নিয়ে আমার পায়ে আঘাত করে। আল আমিন স্যার তাকে ধরতে গেলে তাকেও ছুরিকাঘাত করে। এসময় শিক্ষার্থী ও শিক্ষকদের সম্মিলিত প্রতিরোধের মুখে তারা পালিয়ে যায়। 

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন গৌরীপুর থানার পুলিশ। 

গৌরীপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী সিদ্দিক আহাম্মদ জানান, ভুক্তভোগী শিক্ষার্থী একটি অভিযোগ দিয়েছেন। এ অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গৌরীপুর থানা, উপজেলা নির্বাহী অফিসার ও সেনা ক্যাম্প ইনচার্জ বরাবরে চিঠি প্রেরণ করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft