প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪, ৪:৪৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪, ৪:৪৮ অপরাহ্ন
গোপালগঞ্জ জেলা শহরের বিনাপানী সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে থেকে ৩৩ মামলার আসামি রনি সিকদার ওরফে মুতকুরা রনি (৩৮)কে পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল বুধবার রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ নিশ্চিত করেছে।
আজ বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হয়।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির সাজেদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিনাপানী স্কুলের সামনে থেকে রনিকে গ্রেপ্তার করা হয়েছে।
রনি জেলা শহরের মিয়াপাড়া এলাকার মৃত মাসুদ সিকদারের ছেলে। আসামির বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, বিগত সরকারের আমলে রনি সিকদার গোপালগঞ্জ জেলা শহরে শীর্ষ সন্ত্রাসী হিসাবে বেড়ে ওঠে কতিপয় প্রভাবশালীর ছত্রছায়ায়।