মঙ্গলবার ১২ নভেম্বর ২০২৪ ২৬ কার্তিক ১৪৩১
 

ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী আটক    ঢাকার সব বাস নগর পরিবহনের আওতায় আনার সিদ্ধান্ত    রমজানে ১১ পণ্য আমদানিতে বিশেষ সু‌বিধা    পুলিশের ৬৪ কর্মকর্তার বদলি-পদায়ন    পাকিস্তান সীমান্তে সন্ত্রাসী হামলায় ইরানের ৫ নিরাপত্তাকর্মী নিহত    ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১১৯৪    মাহমুদউল্লাহর ৯৮ আফগানদের ২৪৫ রানের টার্গেট দিল টাইগাররা   
চলতি অর্থবছরে জিডিপি কমার পূর্বাভাস আইএমএফের
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৫:৪৮ অপরাহ্ন

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বলেছে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি (জিডিপি) কমে ৪ দশমিক ৫ শতাংশ হবে। আর সার্বিক মূল্যস্ফীতি হবে ৯ দশমিক ৭ শতাংশ। 

তবে বাজেটে প্রবৃদ্ধি ধরা হয়েছিল ৬ দশমিক ৭৫ শতাংশ। যা করোনা মহামারি বাদ দিলে গত দুই দশকের মধ্যে সর্বনিম্ন প্রবৃদ্ধি।

গতকাল মঙ্গলবার (২২ অক্টোবর) ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকে চলতি ২০২৪-২৫ অর্থবছরের এমন পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। 

প্রতিবছর এপ্রিলে ও অক্টোবরে দুইটি ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক’ প্রকাশ করে থাকে প্রতিষ্ঠানটি। তবে এ প্রতিবেদনে নিম্ন প্রবৃদ্ধি এবং উচ্চ মূল্যস্ফীতির কারণ উল্লেখ করা হয়নি।

এদিকে সোমবার থেকে ওয়াশিংটনে শুরু হওয়া বিশ্বব্যাংক-আইএমএফের বার্ষিক সভায় বাংলাদেশের জন্য বাড়তি ঋণের বিষয়ে আলোচনা হতে পারে।

এবারের আউটলুকে বিশ্ব জিডিপির প্রবৃদ্ধি স্থির থাকার কথা বলা হয়েছিল। যা ছিল ৩ দশমিক ২ শতাংশের ঘরে। আর ২০২৫ সালের পর বিশ্বের সার্বিক মূল্যস্ফীতি কমে দাঁড়াবে ৩ দশমিক ৫ শতাংশে।

একইভাবে বিশ্বব্যাংকের এক পূর্বাভাসেও বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি কমবে বলে জানানো হয়েছিল। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) চলতি অর্থবছরের বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার ৫ দশমিক ১ শতাংশ হবে বলে গত মাসে প্রাক্কলন দিয়েছিল।

ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকে তথ্য উল্লেখ ছাড়া বাংলাদেশ নিয়ে আলাদা কোনো পর্যালোচনা বা বিশ্লেষণ দেয়নি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft