বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

দেশের অধিকাংশ জায়গায় টানা বৃষ্টি হতে পারে    ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করল সরকার    রাষ্ট্রপতি ইস্যুতে আলোচনা হচ্ছে: তথ্য উপদেষ্টা    ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৭ জনের, হাসপাতালে ১,১৩৮    ৪৭তম বিসিএসে ৩৪৬০ শূন্যপদে বিজ্ঞপ্তি প্রকাশের জন্য আবেদন    চলতি অর্থবছরে জিডিপি কমার পূর্বাভাস আইএমএফের    সচিবালয়ে ঢুকে পড়া ৫৩ শিক্ষার্থী আটক    
প্রথম দিন কিছুটা আড়ষ্টতা ছিল: সুনেরাহ
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২১ অক্টোবর, ২০২৪, ২:৪১ অপরাহ্ন

অভিনেত্রী ও মডেল সুনেরাহ বিনতে কামাল। ‘ন ডরাই’ সিনেমা দিয়ে নিজের জাত চিনিয়েছেন তিনি। মডেলিং, সিনেমা ও নাটক সব ক্ষেত্রেই সুনেরাহ বিনতে কামালের বিচরণ। সম্প্রতি তিনি ছোট পর্দায় কাজ করেছেন, ‘তুমি আমি, আমি তুমি’ ও ‘ছুঁয়ে দেখা স্পন্দন’ নামের দুটি নাটকে।

বর্তমান কাজের অভিজ্ঞতা নিয়ে এই অভিনেত্রী কথা বলেছেন গণমাধ্যমে।

ছোট পর্দায় অভিনয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে সুনেরাহ বলেন, ‘ছোট পর্দায় কাজ করার অভিজ্ঞতা খুবই ভালো। মাবরুর রশীদ বান্নাহ একদিন জানতে চাইলেন নাটকে কাজ করব কি না। পরে স্ক্রিপ্ট দেখি, ভালো লাগা থেকে কাজটি করে ফেললাম। টিম, সহকর্মীরা খুব ভালো ছিল। তারা সবাই সিরিয়াস ছিল কাজটি নিয়ে।’

সিনেমায় নিজের জাত চেনালেও ছোট পর্দায় প্রথম নাটকে কাজ করতে গিয়ে কিছুটা আড়ষ্ট ছিলেন অভিনেত্রী। এ প্রসঙ্গে সুনেরাহ বলেন, ‘প্রথম দিন কিছুটা আড়ষ্টতা ছিল।

নাটকে তো আগে কাজ করিনি। বুঝতে সময় লেগেছে। আস্তে আস্তে ভালো লাগা প্রথম কাজটি শেষ হওয়ার পর আগ্রহ আরো বেড়ে গেল। আরেকটি কাজ করলাম। দুটো নাটকই রোমান্টিক ঘরানার। একটি ‘তুমি আমি, আমি তুমি’, অন্যটি ‘ছুঁয়ে দেখা স্পন্দন।’ কাজে থাকতে ভালো লাগে।’

বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে সুনেরাহ বলেন, ‘একটি সিনেমার কাজ শিগগিরই শুরু হওয়ার কথা আছে। ওটিটিতে ভালো গল্পের অপেক্ষায় আছি। সঙ্গে ভালো নির্মাতা হলে অবশ্যই করব। দেশের বাইরের একটি ওটিটির কাজের কথা ছিল। মনে হয়েছে এই মুহূর্তে কাজটি করা ঠিক হবে না। তাই করা হয়নি। নাটকের ক্ষেত্রেও একই। নিয়মিত কাজ হয়তো করা হবে না, কিন্তু ভালো গল্প ও নির্মাতা মিললে কাজ করব।’

সুনেরাহ অভিনীত প্রথম চলচ্চিত্র ‘ন ডরাই’ মুক্তি পায় ২০১৯ সালে। এতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। পরে তিনি অভিনয় করেন ‘অন্তর্জাল’ সিনেমায়। এরপর আর কোনো সিনেমায় তাকে দেখা যায়নি। সিনেমা ও নাটকের কাজের পাশাপাশি ওয়েব মাধ্যমেও আলো ছড়িয়েছেন সুনেরাহ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft