প্রকাশ: রোববার, ২০ অক্টোবর, ২০২৪, ১:১৩ অপরাহ্ন
প্রাইভেটকার ও ইঞ্জিনচালিত ভ্যানগাড়ির সংঘর্ষে প্রাণ গেল গোপালগঞ্জের এক ভ্যানচালকের। এসময় আহত হয়েছে প্রাইভেটকারের আরো ৩জন আরোহী।
নিহত জিকরুল মোল্লার (৬৫) বাড়ি বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার বড় গাওলা গ্রামে।
আজ রোববার সকাল ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের পাথালিয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ঢাকা থেকে খুলনাগামী একটি প্রাইভেটকার ঘটনাস্থলে আসার পর বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিনচালিত ভ্যানগাড়ির সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে ভ্যানচালক নিহত হন।
গোপালগঞ্জ সদর থানার এসআই আসাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাইভেটকার ও ইঞ্জিনচালিত ভ্যানগাড়ির সংঘর্ষের কারনে ভ্যানগাড়িটি দুমড়ে মুচড়ে যায়। সংঘর্ষ কবলিত প্রাইভেটকারটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ বেড হাসপাতালে নেয়া হয়। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।