বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

ডিবি হারুন ও তার স্ত্রীসহ ১২ জনকে দুদকে তলব    সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা    বিসিএসে সর্বোচ্চ ৩ বার অংশ নেয়া যাবে     ঘূর্ণিঝড় দানার প্রভাবে ১৪ জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা    ব্যাংকগুলোর সম্পদ মূল্যায়নের কাজ শুরু হবে নভেম্বরে: গভর্নর    গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ তিনজনকে অব্যাহতি   
সাবেক সাংসদ ও হুইপ গিনির জামিন স্থগিত করে কারাগারে প্রেরণ
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪, ৪:৫৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪, ৫:০১ অপরাহ্ন

বিএনপির দায়ের করা মামলায় গাইবান্ধা-২ আসনের সাবেক সাংসদ ও হুইপ মাহাবুব আরা বেগম গিনিকে রিমান্ড না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আলাদত। 

আজ বুধবার বেলা সাড়ে ১১ টার জেলা কেন্দ্রীয় কারাগার থেকে গাইবান্ধা অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ও সদর আমলী আদালতে তাকে হাজির করা হয়। 

এসময় রাষ্ট্রপক্ষ সাতদিনের রিমান্ড আবেদন করলে বিচারক আব্দুল মতিন রিমান্ড না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সময় আসামি পক্ষের আইনজীবি জামিন আবেদন করলে আদালত তা স্থাগিত করে দেন।

এরআগে গাইবান্ধা জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ, ভাংচুর ও ককটেল সাদৃশ্য বস্তুর বিস্ফোরণের অভিযোগ এনে ২৬ আগষ্ট জেলা বিএনপির দপ্তর সম্পাদক

আব্দুল হাই বাদি হয়ে মামলা দায়ের করেন। এ মামলায় সাবেক হুইপ মাহাবুব আরা বেগম গিনিসহ ১১৪ জনের নাম উল্লেখ ও ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

মামলা সুত্রে জানা গেছে, গত ২৪ জুলাই বৈষম্য বিরোধীছাত্র আন্দোলনের সময় সাবেক হুইপ ও গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনির নির্দেশে শহরের সার্কুলাস্থ বিএনপির কার্যালয়ে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়। পুলিশ জানায় এ পযর্ন্ত মামলায় নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে ৭০ জন জামিনে রয়েছেন। তবে কারাগারে আছেন একজন।

মামলার পর গত ১ অক্টোবর ঢাকার ধানমন্ডির বাসা থেকে মাহাবুব আরা বেগম গিনিকে গ্রেপ্তার করে ঢাকা গোয়েন্দা পুলিশ। পরে আদালত থেকে তিনদিনের রিমান্ডে নেন এমপিকে। রিমান্ড শেষে গতকাল মঙ্গলবার গাইবান্ধা জেলা কারাগারে নেয়া হয়।

এদিকে আসামি পক্ষের আইনজীবি আহসানুল করিম লাছু বলেন, সাবেক হুইপ মাহাবুব আরা গিনির জামিন আবেদন করলে আদালত তা প্রক্রিয়াধীন রেখে কারাগারে পাঠানোর নিদের্শ দেন। একই সঙ্গে রাষ্ট্র পক্ষ সাতদিনের রিমান্ড আবেদন করলে অসুস্থসহ সার্বিক বিবেচনা করে রিমান্ড আবেদন না মঞ্জুর করেছেন বিচারক।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft