বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

ডিবি হারুন ও তার স্ত্রীসহ ১২ জনকে দুদকে তলব    সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা    বিসিএসে সর্বোচ্চ ৩ বার অংশ নেয়া যাবে     ঘূর্ণিঝড় দানার প্রভাবে ১৪ জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা    ব্যাংকগুলোর সম্পদ মূল্যায়নের কাজ শুরু হবে নভেম্বরে: গভর্নর    গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ তিনজনকে অব্যাহতি   
লক্ষ্মীপুরে আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীতে ছাত্রদলের মৌন মিছিল ও দোয়া
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪, ৪:২৫ অপরাহ্ন

বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদের ৫ম শাহাদাত বার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরে কালো ব্যাচ ধারন করে মৌন মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। আজ সোমবার (৭অক্টোবর) সকালে কলেজ ছাত্রদলের  উদ্যোগে লক্ষ্মীপুর সরকারি কলেজ ক্যাম্পাসে মৌন মিছিল করে তারা।

কলেজ ছাত্রদলের আহবায়ক হাসিবুর রহমান অভি ও সদস্য সচিব মাইনুল ইসলাম শাওনের নেতৃত্বে দিঘীর পাড় থেকে শুরু করে মৌন মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে প্রশাসনিক ভবনের সামনে এসে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মোনাজাতে অংশ নেয় শতাধিক শিক্ষার্থী।

এসময় উপস্থিত ছিলেন- পৌর ছাত্রদলের আহবায়ক আবুল বারাকাত সৌরভ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আবদুল্লাহ আল খালেদ, যুগ্ম সাধারণ সম্পাদক জিদান চৌধুরী, সদর পশ্চিম ছাত্রদলের আহবায়ক আবদুল মজিদ, সদস্য সচিব মিজানুর রহমান, চন্দ্রগঞ্জ থানা ছাত্রদলের সদস্য সচিব আবদুর জাহের জাহাঙ্গীর, কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইসমাইল হোসেন রনি, মোঃ রাজু, বাহাদুর হোসেন নোবেল, আশরাফুল আলম, ইমতিয়াজ বাবু, দিপু প্রমুখ।

প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় ভারতবিরোধী স্ট্যাটাস দেওয়ায় ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলের ১০১১ নম্বর কক্ষ থেকে আবরার ফাহাদকে ডেকে নিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। রাত ৩টার দিকে হলের দ্বিতীয় তলা থেকে আবরারের লাশ উদ্ধার করে কর্তৃপক্ষ।

আবরার বুয়েটের ১৭তম ব্যাচের ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft