বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা    বিসিএসে সর্বোচ্চ ৩ বার অংশ নেয়া যাবে     ঘূর্ণিঝড় দানার প্রভাবে ১৪ জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা    ব্যাংকগুলোর সম্পদ মূল্যায়নের কাজ শুরু হবে নভেম্বরে: গভর্নর    গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ তিনজনকে অব্যাহতি    সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করা হয়েছে   
ম্যাচ জিতে রেকর্ডের আশা বাঁচিয়ে রাখলো মিয়ামি
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ৬ অক্টোবর, ২০২৪, ২:৫১ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) ২০২১ মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছিল নিউ ইংল্যান্ড। ওই মৌসুমে ৭৩ পয়েন্ট নিয়ে লিগ শেষ করেছিল ক্লাবটি। এমএলএসে এখন পর্যন্ত এটিই ছিল সবচেয়ে বেশি পয়েন্ট নিয়ে মৌসুম শেষ করার রেকর্ড।

নিউ ইংল্যান্ডের সেই রেকর্ড ভেঙে দেওয়ার লক্ষ্যে মৌসুমের শুরু থেকেই লড়াই করছে মিয়ামি। শেষ সময়ে এসে অবশ্য নতুন ইতিহাস গড়ার ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখে পড়েছে মিয়ামি। তবে এখনো আশা বাঁচিয়ে রেখেছে দ্য হিরনরা।

আজ রোববার টরোন্টো এফসির বিরুদ্ধে ম্যাচটি ছিল রেকর্ড গড়ার ক্ষেত্রে টার্নিং পয়েন্ট। এই ম্যাচে হেরে গেলে অথবা ড্র হলেও এ মৌসুমে নিউ ইংল্যান্ডের রেকর্ড ভাঙার সম্ভবনা ভেস্তে যেতো মিয়ামির।

স্বস্তির বিষয় হলো, শেষ মুহূর্তের গোলে টরোন্টো এফসিকে হারাতে পেরেছে মিয়ামি। ফলে এমএলএসে নতুন রেকর্ড গড়ার আশা বাঁচিয়ে রেখেছে ক্লাবটি।

টরোন্টোর ঘরের মাঠ বিএমও ফিল্ডে ১-০ গোলে জিতেছে মিয়ামি। ৯৩ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন লিও কাম্পানা। লুইস সুয়ারেজের পাস থেকে বল নিয়ে গোল করেন তিনি।

৩৩ ম্যাচে মিয়ামির পয়েন্ট ৭১। চলতি মৌসুমে আর এক ম্যাচ বাকি আছে মিয়ামির। ওই ম্যাচ জিততেই হবে তাদের। তাহলে ক্লাবটির পয়েন্ট হবে ৭৪। সেক্ষেত্রে এমএলএসে নতুন ইতিহাস গড়তে পারে হিরনরা। নিউ ইংল্যান্ডের ৭৩ পয়েন্টকে টপকে যাবে জেরান্ডো মার্টিনোর শিষ্যরা।

আগামী ২০ অক্টোবর বাংলাদেশ সময় ভোর ৪টায় নিউ ইংল্যান্ডের মুখোমুখি হবে মিয়ামি। অর্থাৎ যাদের রেকর্ড ভাঙার জন্য এত লড়াই, সেই দলের বিপক্ষেই খেলতে হবে মৌসুমের শেষ ম্যাচ খেলতে হবে লিওনেল মেসিদের।

বুঝাই যাচ্ছে, মৌসুমের ওই ম্যাচে জয় পাওয়া মিয়ামির জন্য মোটেও সহজ হবে না। তবে যে দলে মেসির মতো তারকা আছেন, সে দল নতুন ইতিহাস লেখার আশা করতেই পারে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft