মঙ্গলবার ১০ ডিসেম্বর ২০২৪ ২৪ অগ্রহায়ণ ১৪৩১
 

ভারতে মূর্তি বিসর্জনকে বাংলাদেশে মন্দিরে হামলা বলে প্রচার: ফ্যাক্ট ওয়াচ    পবিত্র কোরআনে পরকালের জীবন    শেখ হাসিনা ছিলেন ভারতের বেতনভুক্ত কর্মচারী: হাসনাত    আবারও বাড়ল স্বর্ণের দাম    বেসরকারি খাতে ১০ কোটি ডলার ঋণ দেবে এডিবি    সিরিয়ায় সেনা ঘাটি ও বিমান হামলা বাড়াতে চায় ইসরাইল    আদালতে আসামি চন্দনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি   
মোরেলগঞ্জ ডাক্তারদের কর্মবিরতি, ভোগান্তিতে রোগীরা
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪, ৯:৩৩ অপরাহ্ন

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা হাসপাতালে চলছে ডাক্তার ও কর্মচারিদের কর্মবিরতি।  বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে তারা কর্মবিরতিতে আছেন। কর্তব্যরত অবস্থায় হাসপাতালের ভিতরে ডাক্তারদের ওপর হামলার প্রতিবাদে ও হামলাকারিদের গ্রেপ্তারের দাবিতে তারা এ কর্মসূচি পালন করেছেন। 

ফলে অসংখ্য রোগী বহির্বিভাগে চিকিৎসাসেবার জন্য গেলেও তারা ফিরে যেতে বাধ্য হচ্ছেন। মোরেলগঞ্জ হাসপাতালে প্রতিদিন প্রায় ৩০০ জন রোগী বহির্বিভাগে চিকিৎসা নিয়ে থাকেন। চিকিৎসা সেবা নিতে আসা রুগিরা জানান,আমরা নদি পার হয়ে দুর দুরান্ত থেকে ঝড় বাদলের মধ্যে ডাক্তার দেখাতে আসছি।কিন্তু ডাক্তার আমাদের দেখলো না।এখন আমাগো অন্যত্র প্রাইভেট ডাক্তার দেখাতে হবে।তারা নাকি কর্ম বিরতিতে আছে।আমরা ভোগান্তিতে পড়ছি। 

উল্লেখ্য, গতকাল বুধবার বেলা ১১ টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে ৫-৬ জনের একটি দল হামরা করে। হামলায় উপসহকারি মেডিকেল অফিসার চন্দন দাস আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। লাঞ্ছিত করা হয়েছে দু'জন নারী মেডিকেল অফিসারকেও। এ ঘটনায় বুধবার দিবাগত রাতে থানায় মামলা দায়ের হয়েছে। 

এ বিষয়ে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. আহাদ নাজমুল হাসান বলেন, কর্তব্যরত অবস্থায় ডাক্তারদের ওপর যারা হামলা করেছে তাদেরকে গ্রেপ্তার না করা পর্যন্ত কর্মবিরতি চলবে। শুধুমাত্র জরুরি বিভাগ ও আন্ত:বিভাগের সেবা চালু থাকবে।

এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শামসুদ্দিন বলেন, হাসপাতালে হামলার ঘটনায় মামলা রেকর্ড করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ তৎপর আছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft