প্রকাশ: বুধবার, ২ অক্টোবর, ২০২৪, ১০:৫২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: বুধবার, ২ অক্টোবর, ২০২৪, ১০:৫৫ অপরাহ্ন
কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনার দেহাবশেষ স্থানান্তরের অনুমতি দিলেন আর্জেন্টিনার আদালত। ১৯৮৬ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো কিংবদন্তি কোচের কন্যাদের আবেদনের প্রেক্ষিতে এ অনুমোতি দেওয়া হলো।
বুয়েন্স আয়ার্সের উত্তর-পশ্চিমাঞ্চলে বেলা ভিস্তায় ম্যারাডেনাকে সমাহিত করা হয়েছে। বুয়েন্স আয়ার্সের কেন্দ্রস্থলের পুয়ের্তো মাদেরোয় তৈরি করা সমাধিস্তম্ভে দেহাবশেষ স্থানান্তর করা হবে।
৬০ বছর বয়সে ২০২০ সালে দুনিয়ার মায়া ছেড়ে গেছেন দিয়েগো ম্যারাডোনা। মস্তিষ্কে অস্ত্রোপচারের কিছুদিন পর তার মৃত্যু ঘটে। অস্ত্রোপচারের পর বুয়েন্স আয়ার্সের একটি ভাড়া করা বাসায় রাখা হয়েছিল ম্যারাডোনাকে।
অস্ত্রোপচার করার দুই সপ্তাহ পর মৃত্যু ঘটে সর্বকালের অন্যতম সেরা এ ফুটবলারের। হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয় বলে জানানো হয়েছে।
কিংবদন্তি এ ফুটবলারের মেয়েদের চাওয়া রাজধানীতে ‘এম১০ মেমোরিয়াল’ নামে স্মৃতিস্তম্ভ তৈরি করে দেহাবশেষ রাখা হোক। আদালতের রায়ে সে প্রক্রিয়া শুরু হলো। যে আদালত ম্যারাডোনার দেহাবশেষ স্থান্তরের অনুমোতি দিয়েছেন, একই আদালত সাবেক এ ফুটবলারের মৃত্যুর পেছনে চিকিৎসকদের অবহেলা আছে কি না—তদন্ত করছেন। যদিও বিচারকার্যক্রম আপাতত স্থগিত করা হয়েছে।