সোমবার ৭ অক্টোবর ২০২৪ ২২ আশ্বিন ১৪৩১
 

ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,২২৫    বাজার তদারকিতে টাস্কফোর্স গঠন হচ্ছে: আসিফ    সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী গ্রেপ্তার    ট্রাফিক আইন লঙ্ঘনে কঠোর হচ্ছে ডিএমপি, বাড়ছে মামলা-জরিমানা    সাবেক সিনিয়র সচিব আমিনুল ইসলাম গ্রেপ্তার    জনগনের মতামতে সংস্কার হবে পুলিশ আইন    ফিলিস্তিনপন্থি বিক্ষোভে গায়ে আগুন দিলেন সাংবাদিক   
লেবাননে বাড়িঘর ছাড়ছে হাজার হাজার মানুষ
অনলাইন ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪, ৪:৫৫ অপরাহ্ন

লেবাননে ভয়াবহ হামলার পর মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। ইসরায়েলের এক দিনের হামলায় দেশটিতে ৪৯২ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৩৫ জনই শিশু।

দেশটির স্বাস্থ্যমন্ত্রণালয় জানিয়েছে, আহতের সংখ্যা এক হাজার ৬৪৫। পাল্টা হামলা চালাচ্ছে হিজবুল্লাহও। এমন পরিস্থিতিতে লেবাননে বাড়িঘর ছাড়ছেন হাজার হাজার মানুষ।

জাতিসংঘের শরণার্থী সংস্থার মুখপাত্র ম্যাথিউ সল্টমার্শ বলেছেন, লেবাননে বেসামরিকদের ওপর ইসরায়েলি হামলার ঘটনা অগ্রহণযোগ্য।

সল্টমার্শ জেনেভায় সাংবাদিকদের বলেন, গতকাল সারাদিন ও রাতে হাজার হাজার মানুষকে বাড়িঘর ছাড়তে বাধ্য করা হয়েছে ও এই সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগছি বলেছেন, লেবানন ও গাজায় ইসরায়েলি পদক্ষেপের ব্যাপারে তেহরান উদাসীন থাকবে না।

এক এক্স বার্তায় তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সহযোগিতায় ইসরায়েলের অপরাধ বিশ্বের কাছে পরিষ্কার। এখান থেকে চোখ ফিরিয়ে নেওয়ার সুযোগ নেই।

তাছাড়া লেবাননে গাজার মতো পরিস্থিতি হতে দেওয়া যাবে না। আন্তর্জাতিক সম্প্রদায়কে এ বিষয়ে সতর্ক করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, লেবাননকে আরেকটি গাজায় পরিণত হতে দেওয়া যাবে না।

সম্প্রতি লেবাননে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বিমান হামলার ঘটনাকে কেন্দ্র করে এমন মন্তব্য করেছেন মাসুদ পেজেশকিয়ান। ২০০৬ সালের পর লেবাননে এটাই ইসরায়েলি বাহিনীর সবচেয়ে বড় হামলার ঘটনা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft