প্রকাশ: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪, ৪:৫২ অপরাহ্ন
বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের আগ পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে চাঁদপুরের মতলব উত্তরে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদের সামনে বেসরকারি স্কুল ও মাদ্রাসা শিক্ষা পরিবারের ব্যানারে এ কর্মসূচী পালিত হয়। এতে ব্যানার ফেস্টুন নিয়ে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকসহ শিক্ষক নেতারা অংশ নেয়।
মানববন্ধনে অধ্যক্ষ মোহাম্মদ শরীফ উল্লাহ, ফারুকুল ইসলাম, মাওলানা মিজানুর রহমান সরকার, মাওলানা মোঃ শহীদ উল্লাহ, সহকারী অধ্যাপক মোঃ এনামুল হক, একেএম তাজুল ইসলাম, সারোয়ার হোসেনসহ অন্যরা বক্তব্য রাখেন।
বক্তারা শিক্ষায় বৈষম্য দূর করে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবি জানান। জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা। শিক্ষা সংস্কার কমিশন গঠনের আহ্বান জানান।
মানববন্ধন শেষে উপজেলা নিবার্হী কর্মকর্তার মাধ্যমে শিক্ষা সচিব ও শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর তাদের দাবি সম্বলিত স্মারকলিপি পেশ করেন।