বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

ডিবি হারুন ও তার স্ত্রীসহ ১২ জনকে দুদকে তলব    সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা    বিসিএসে সর্বোচ্চ ৩ বার অংশ নেয়া যাবে     ঘূর্ণিঝড় দানার প্রভাবে ১৪ জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা    ব্যাংকগুলোর সম্পদ মূল্যায়নের কাজ শুরু হবে নভেম্বরে: গভর্নর    গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ তিনজনকে অব্যাহতি   
‘রক্ত ব্রহ্মাণ্ড: দ্য ব্লাডি কিংডম’ নিয়ে আসছে সামান্থা
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৪:৫৬ অপরাহ্ন

ভারতের ভার্সেটাইল অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। রুপালি পর্দা ও ওটিটি প্ল্যাটফর্ম সব জায়গায়ই নিজের যোগ্যতার প্রমাণ রেখে যাচ্ছেন তিনি। এবার আরও একটি ওয়েব সিরিজে নাম লিখিয়েছেন তিনি। যেটি নির্মাণ করবেন ওটিটির জনপ্রিয় নির্মাতা জুটি রাজ ও ডিকে। সিরিজটির নাম ‘রক্ত ব্রহ্মাণ্ড: দ্য ব্লাডি কিংডম’। সিরিজটি নেটফ্লিক্সে প্রচারিত হবে।

সিরিজটির শুটিং সেট এরই মধ্যে মুম্বাইতে বসানো হয়েছে। ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামায় নতুন এ সিরিজ নির্মাণের ঘোষণা দিয়ে প্রোডাকশনটির পক্ষ থেকে জানানো হয়, এ সিরিজে অতিরিক্ত ভায়োলেন্স দেখানো হবে। ভারতের একটি রাজ্যের কালো দিক তুলে ধরা হবে। যেখানে অপরাধ যেন ডাল-ভাত, যেখানে নেই কোনো আইন ও মানবতা। এমনই এক গল্প নিয়ে নির্মিত হবে এটি। ‘রক্ত ব্রহ্মাণ্ড: দ্য ব্লাডি কিংডম’ সিরিজের প্রধান দুই চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সামান্থা রুথ প্রভু ও আদিত্য রায় কাপুরকে। এ ছাড়া বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করবেন আলি ফজল ও ওয়ামিকা গাব্বি।

এদিকে বছর শেষে মুক্তির অপেক্ষায় রয়েছে সামান্থার আরও একটি সিনেমা। যেটি নির্মাণেরও দায়িত্বে রয়েছেন হিট নিমার্তা জুটি রাজ ও ডিকে। সিরিজটির নাম ‘সিটাডেল: হানি বানি’। এতে সামান্থার বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান। গত বছর মুক্তি পাওয়া হলিউডের ‘সিটাডেল’ সিরিজ থেকেই এটি নির্মাণের ঘোষণা আসে। ৭ নভেম্বর মুক্তি পাবে সিরিজটি। অ্যামাজন প্রাইম ভিডিওতে দেখা যাবে এটি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft