বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

ডিবি হারুন ও তার স্ত্রীসহ ১২ জনকে দুদকে তলব    সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা    বিসিএসে সর্বোচ্চ ৩ বার অংশ নেয়া যাবে     ঘূর্ণিঝড় দানার প্রভাবে ১৪ জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা    ব্যাংকগুলোর সম্পদ মূল্যায়নের কাজ শুরু হবে নভেম্বরে: গভর্নর    গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ তিনজনকে অব্যাহতি   
ফরিদপুরে ইলিশের আড়তে অভিযান, ৮০ হাজার টাকা জরিমানা
ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশ: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪, ৫:৫৮ অপরাহ্ন

ফরিদপুরে ইলিশ মাছ অতিরিক্ত দামে বিক্রি ও সিন্ডিকেটের বিরুদ্ধে মাছের আড়তে ভোক্তা অধিকারের অভিযান পরিচালিত হয়। দামের অসংগতি ও কেনা-বেচার পাকা ভাউচার না থাকার অপরাধে দুই আড়তে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যামান আদালত।

গতকাল বৃহস্পতিবার  শহরের হাজী শরিয়াতুল্লাহ বাজারে জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিপ্তরের সহকারী পরিচালক মো: সোহেল শেখের নের্তৃত্বে এই অভিযান চলে।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিপ্তরের সহকারী পরিচালক মো: সোহেল শেখ জানান, গত কয়েক দিন যাবৎ বিভিন্ন গণমাধ্যমে ফরিদপুরে ইলিশের দাম বেশি ও সিন্ডিকেট নিয়ে সংবাদ প্রচার হয়। 

আজ সকালে জেলা প্রশাসকের নির্দেশে ও বৈষম্য বিরোধীছাত্রদের উপস্থিতিতে জেলার বড় মাছের আড়তে অভিযান চালানো হয়। এখানে ইলিশে মাছের দাম নিয়ে অসংগতি লক্ষ্য করা গেছে। 

তাছাড়াও আড়ত গুলোতে ইলিশ মাছ কেনা-বেচার পাকা ভাউচার দেখাতে না পারার অপরাধে ভোক্তা অধিকার আইনে দুই আড়ত কে ৪০ হাজার করে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাদের মাছের মুল তালিকা সংশোধন করতে বলা হয়। 

এসময় ইলিশ মাছ প্রতি কেজি ১শ থেকে দেড়শ টাকা কমে যায়। হাজী শরিয়াতুল্লাহ বাজারের রূপালী ইলিশ আড়তের মালিক হারুন সরকার ও দুর্গা আড়ৎ এর মালিক মনোজ কে এই জরিমানা করা হয়।

এদিকে ইলিশ মাছ অতিরিক্ত দামে বিক্রি ও সিন্ডিকেটের বিরুদ্ধে ভোক্তা অধিকারের অভিযান কে সাধুবাদ জানিয়েছেন জেলার ক্রেতা সাধারন। তারা প্রশাসনকে নিয়মিত বাজার মনিটরিং করার জোর দাবী জানান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  দেশজুড়ে   ফরিদপুর   ভ্রাম্যমান আদালত  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft