বুধবার ১১ সেপ্টেম্বর ২০২৪ ২৭ ভাদ্র ১৪৩১
 

গুলিবিদ্ধ স্বামীর চিকিৎসায় সন্তান বিক্রি    হাসিনার সঙ্গে সংলাপ কেন? রিজভীর প্রশ্ন    মির্জা ফখরুলের সঙ্গে দেখা করলেন ব্যবসায়ী নেতারা    বঙ্গবন্ধু পরিবারের বিশেষ নিরাপত্তা বাতিল    বাংলাদেশ সীমান্তে বিএসএফ সদস্যের আত্মহত্যা    ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪    চীনে মস্তিষ্ক আক্রমনকারী নতুন ভাইরাসের সন্ধান   
আখাউড়ায় চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ প্রদান
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ আগস্ট, ২০২৪, ৭:৩৯ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পৃথক দুটি স্থানে বন্যা দুর্গত মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়। ফ্যামিলি মেডিসিন সোসাইটির উদ্যোগে দুই দিন ব্যপী মেডিকেল ক্যাম্পের হিসেবে শনিবার ২য় দিন উপজেলার দক্ষিণ ইউনিয়নের আব্দুল্লাহপুর প্রাইমারী স্কুলে চিকিৎসা সেবা ও ওষুধ দেয়া হয়। বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি লে. কর্নেল (অব:) ডাঃ মোহাম্মদ কবির আহম্মদের নেতৃত্বে ও স্কাউটার নাজমুল হাসান ভূঁইয়ার সমন্বয়ে এ ক্যাম্পের আয়োজন করা হয়। ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের ৪ জন চিকিৎসক চিকিৎসা সেবা প্রদান করেন। সূর্য সৈনিক রেলওয়ে স্কাউট, শহীদ সিদ্দিক ও বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল মুক্ত স্কাউট গ্রুপের স্কাউটার ও রোভাররা ক্যম্প পরিচালনায় সহযোগিতা করেন।  

মেডিকেল ক্যাম্পে বন্যা পরবর্তী পানিবাহিত বিভিন্ন রোগের চিকিৎসা এবং সচেতনতা মূলক পরার্শ দেওয়া হয়। দুই দিনে ৫ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা ও ওষুধ দেওয়া হয়। এর আগে শুক্রবার কর্ণেল বাজার এলাকায় ফি মেডিকেল ক্যম্প ও ওষুধ দেওয়া হয়। 

এদিকে, বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ ব্রাহ্মণবাড়িয়া শাখার উদ্যোগে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। শনিবার সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত রহিমপুর সরকারী প্রাইমারী স্কুলে ২০ জন তিন শতাধিক মানুষকে সেবা দিয়েছেন।
 
মেডিকেল ক্যাম্পে চিকিৎসক হিসাবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ ব্রাহ্মণবাড়িয়া শাখার সভাপতি প্রভাষক ডা: আব্দুল কাদের, সাধারণ সম্পাদক মো: ফারুক,  ডাক্তার আফজাল হোসেন, মো: সোহান, মো: মাকসুদুল আলম, নিরঞ্জন রায়, হাসিনা আক্তার, কেয়া আক্তার, খোদেজা বেগম প্রমুখ।

এদিকে শনিবার দুপুরে দুটি মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভিন রুহি। 

এসময় আরও উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা রোভার সম্পাদক প্রভাষক ছায়েদুর রহমান, প্রভাষক হাফিজুর রহমান প্রমুখ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft