বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

দেশের অধিকাংশ জায়গায় টানা বৃষ্টি হতে পারে    ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করল সরকার    রাষ্ট্রপতি ইস্যুতে আলোচনা হচ্ছে: তথ্য উপদেষ্টা    ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৭ জনের, হাসপাতালে ১,১৩৮    ৪৭তম বিসিএসে ৩৪৬০ শূন্যপদে বিজ্ঞপ্তি প্রকাশের জন্য আবেদন    চলতি অর্থবছরে জিডিপি কমার পূর্বাভাস আইএমএফের    সচিবালয়ে ঢুকে পড়া ৫৩ শিক্ষার্থী আটক    
বশেমুরবিপ্রবির স্বাভাবিক কার্যক্রম ফেরাতে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ জরুরী
গোপালগঞ্জ প্রতিনিধি:
প্রকাশ: রোববার, ২৫ আগস্ট, ২০২৪, ১১:২০ পূর্বাহ্ন

জেলার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম এখনোও স্বাভাবিক ছন্দে ফিরে আসেনি। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন তথা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে রাজনৈতিক পট পরিবর্তন হওয়ার পর এখানকার শিক্ষার্থীরা আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোনো কার্যক্রম চালাতে চায়নি। 

তারা সাধারন শিক্ষার্থীদের ব্যানারে ইতিমধ্যেই বশেমুরবিপ্রবির ভিসি, প্রোভিসি, প্রক্টোরিয়াল বডিসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের পদত্যাগ করাতে সক্ষম হয়েছে। 

সাধারন শিক্ষার্থীদের দাবীর মধ্যে রয়েছে- রিজেন্ট বোর্ডের সভা,বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নির্মাণ কাজ শেষ করাসহ আরও অনেক কিছু। তবে রিজেন্ট বোর্ডের সভা করা খুব সহজ হবেনা বলে মনে হচ্ছে। 

কারন রিজেন্ট বোর্ডের সভায় যারা উপস্থিত থাকবেন তাদের অনেককেই শিক্ষার্থীরা মেনে নেবেনা। কেননা রিজেন্ট বোর্ডের অনেক সদস্য সরাসরি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরোধিতা করেছেন বলে শিক্ষার্থীরা তাদের উপর নাখোশ। অপরদিকে বিগত সরকার বশেমুরবিপ্রবির অনুকূলে নতুন অর্থ বছরের ব্যয় বাবদ প্রায় ৬৫ কোটি টাকা ছাড় দিয়ে গেলেও সকল নির্মান কাজ এখনোও বন্ধ রয়েছে। কারন অজ্ঞাত। 

অবশ্য বশেমুরবিপ্রবির প্রধান প্রকৌশলী বিগত সরকার কর্তৃক অর্থ ছাড়ের বিষয়টি অস্বীকার করেছেন গতকাল শনিবার। এ বিষয়টিও রহস্যময়। এদিকে বশেমুরবিপ্রবির উন্নয়ন ও নির্মাণ কাজের প্রকল্প পরিচালক ইতিমধ্যেই পদত্যাগ করায় নির্মাণ কাজের জটিলতা বেড়েছে বলে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগ জানিয়েছে। 

ভিসি, প্রো-ভিসিসহ সকল শূণ্য পদে নিয়োগ দিয়ে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম জোরদার করা সর্বাগ্রে জরুরি বলে শিক্ষকরা জানিয়েছেন। এ অবস্থায় মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ জরুরী বলে সচেতন মহল মনে করে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft