বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

দেশের অধিকাংশ জায়গায় টানা বৃষ্টি হতে পারে    ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করল সরকার    রাষ্ট্রপতি ইস্যুতে আলোচনা হচ্ছে: তথ্য উপদেষ্টা    ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৭ জনের, হাসপাতালে ১,১৩৮    ৪৭তম বিসিএসে ৩৪৬০ শূন্যপদে বিজ্ঞপ্তি প্রকাশের জন্য আবেদন    চলতি অর্থবছরে জিডিপি কমার পূর্বাভাস আইএমএফের    সচিবালয়ে ঢুকে পড়া ৫৩ শিক্ষার্থী আটক    
সুনামগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার মত বিনিময় সভা
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ আগস্ট, ২০২৪, ১২:৫২ অপরাহ্ন

আগামী ২৮ ডিসেম্বর  জাতীয় সাংবাদিক সংস্থার সম্মেলনকে সামনে রেখে সুনামগঞ্জে স্থানীয় সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল শনিবার (১৭ আগস্ট) রাত ৮ টার দিকে সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এই মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির মহাসচিব ও জাতীয় অর্থনীতি পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মুহাম্মদ কামরুল ইসলাম। 

জাতীয় সাংবাদিক সংস্থা সুনামগঞ্জ জেলা শাখার আহবায়ক বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) প্রতিনিধি সাংবাদিক শিল্পী আল হেলালের সভাপতিত্বে ও কবি ও সাংবাদিক রহমান তৈয়বের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি জাতীয় অর্থনীতি পত্রিকার নির্বাহী সম্পাদক মো.আবুল বাসার মজুমদার, সহ-সভাপতি মো.মমিনুর রশীদ শাইন, সহ মহাসচিব মো.হাসান সর্দার জুয়েল, যুগ্ম মহাসচিব মো.আব্দুল মজিদ, সিলেট জেলা সভাপতি এম.এ রশীদ,মোহনা টেলিভিশনের সুনামগঞ্জ প্রতিনিধি কুলেন্দু শেখর দাস, দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি কুদরত পাশা ও দৈনিক আজকালের খবর প্রতিনিধি মুহাম্মদ আমিনুল হক প্রমুখ। 

এ সময় দৈনিক ইনকিলাব পত্রিকার প্রতিনিধি হাসান চৌধুরী, দৈনিক সুনামকন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার আনোয়ারুল হক, দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার প্রতিনিধি মো.শাহাবুদ্দিন আহমদ, দৈনিক খবরপত্র পত্রিকার প্রতিনিধি হোসাইন মাহমুদ শাহীন, দৈনিক সুনামগঞ্জ প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক আনিসুজ্জামান চৌধুরী ইমন ও দৈনিক সুনামগঞ্জের ডাক পত্রিকার স্টাফ রিপোর্টার সুলেমান কবীরসহ স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৮২ সালের ১২ই ফেব্রুয়ারি (নিবন্ধন নং ৯৫০৭৪) দৈনিক ইনকিলাব পত্রিকার সাবেক বার্তা সম্পাদক মুহাম্মদ আলতাফ হোসেনের নেতৃত্বে পরিচালিত দেশের অবহেলিত সাংবাদিক সমাজের একটি দল নিরপেক্ষ কল্যাণমূলক সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থা। গত ৪২ বছর ধরে দেশের সাংবাদিক সমাজের বহুমুখী কল্যাণ সাধনে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে সংগঠনটি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft