বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

ডিবি হারুন ও তার স্ত্রীসহ ১২ জনকে দুদকে তলব    সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা    বিসিএসে সর্বোচ্চ ৩ বার অংশ নেয়া যাবে     ঘূর্ণিঝড় দানার প্রভাবে ১৪ জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা    ব্যাংকগুলোর সম্পদ মূল্যায়নের কাজ শুরু হবে নভেম্বরে: গভর্নর    গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ তিনজনকে অব্যাহতি   
রাজাপুরে প্রতিপক্ষের হাত থেকে বাঁচার আকুতি জানিয়ে সংবাদ সম্মেলন
রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ আগস্ট, ২০২৪, ৯:৫৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: বুধবার, ১৪ আগস্ট, ২০২৪, ১০:৪৫ অপরাহ্ন

ঝালকাঠির রাজাপুরে এক অসহায় কাঠমিস্ত্রী তাঁর পরিবার নিয়ে প্রতিপক্ষের হাত থেকে বাঁচর আকুতি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন। বুধবার সকাল ১০টায় রাজাপুর প্রেসক্লাবে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলন করেন। এ সময় তাঁর পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। 

কাঠমিস্ত্রী হান্নান তালুকদার উপজেলার শুক্তাগড় ইউনিয়নের কেওতা ঘিগড়া এলাকার মোঃ আকরাম হোসেন তালুকদারের ছেলে।

হান্নান তালুকদার লিখিত বক্তব্যে জানান, স্থানীয় আবু হোসেন রাজু, ইমাম হোসেনের সাথে তার পৈত্রিক ও ক্রয়কৃত সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে। জমি নিয়ে তাদের সাথে বিভিন্ন সময় হামলা, মামলা ও হুমকি চলমান আছে। ২০০৭ সালে তাদের অত্যাচারে নিজ এলাকা ছেড়ে উপজেলা সদরে পরিবার নিয়ে রাজাপুরে একটি ভাড়া বাসায় বসবাস শুরু করে হান্নান। ২০১২ সালে প্রতিপক্ষরা হান্নানের গ্রামের বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে ফেলে। এরপর গ্রামের বাড়িতে গেলেই প্রতিপক্ষরা হান্নানের কাছে টাকা দাবী করে আসছে। বর্তমানে গত ৬ আগস্ট হান্নান তার গ্রামের বাড়িতে যায়। এ সময় আবু তার দলবল নিয়ে হান্নানের উপর হামলা চালিয়ে আহত করে এবং পকেটে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় হান্নানের ডাক-চিৎকারে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কিছুদিন পূর্বে এক সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার কারনে আগের মতো কাজ কর্ম করতে পারেনা হান্নান। এখন সংসার চালাতেই অনেক হিমসিম খেতে হয় তাকে। তার উপরে আবার কয়েকটি মামলা চলমান রয়েছে। এমন অবস্থায় প্রতিপক্ষের গ্রাস থেকে রক্ষা পেয়ে হান্নান তার পরিবারের সদস্যদের নিয়ে সুস্থ ভাবে বাঁচতে পারে সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft