প্রকাশ: সোমবার, ১২ আগস্ট, ২০২৪, ৮:২৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: সোমবার, ১২ আগস্ট, ২০২৪, ৮:৩২ অপরাহ্ন
প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেশ থেকে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শুরু করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। একইসঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি তোলা হয়।
আজ সোমবার (১২ আগস্ট) বিকেল ৪টার পর বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ শুরু করেন শিক্ষার্থীরা। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা উপস্থিত ছিলেন।
রাজু ভাস্কর্যের পাদদেশে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে সাধারণ শিক্ষার্থীরা জড়ো হন। এ সময় ‘বিচার চাই, বিচার চাই, খুনি হাসিনার বিচার চাই’, ‘অপরাজনীতির ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’ স্লোগান মুখরিত হয়ে ওঠে এলাকা। তার আগে সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার নিজের ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘ছাত্র রাজনীতি নয়, প্রয়োজন রাজনৈতিক সচেতনতা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম বলেছেন, বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে, তখন স্বাধীন নতুন সুর্য উদিত হওয়ার পর গতকাল পর্যন্ত চারবার ক্যু করার চেষ্টা করা হয়েছিল। সরকার গঠনের পূর্বেই প্রথম একটি কু চক্রী মহল ক্যু করার চেষ্টা করে। দ্বিতীয়বার পুলিশ বাহিনী দিয়ে দেশে ক্যু করার চেষ্টা করে কিন্তু তাদের চেষ্টা ব্যর্থ করে ছাত্র জনতা,তৃতীয়বার সেনা বাহিনীর কিছু পথভ্রষ্ট অফিসারকে দিয়ে ক্যু করা চেষ্টা করা হয়েছিল। দেশপ্রেমিক কিছু সেনাবাহিনী ও ছাত্র জনতার চেষ্টায় সেটিও ব্যর্থ হয়, সর্বশেষ গত দুদিন বিচার বিভাগ থেকে ক্যু করার চেষ্টা করেছিল, কিন্তু তারা ব্যর্থ হয়। আমরা স্বৈরাচারের সকল ক্যুকে ব্যর্থ করে দেব।