বুধবার ১২ ফেব্রুয়ারি ২০২৫ ২৮ মাঘ ১৪৩১
 

আশুগঞ্জে মাদক জব্দ করেছে শিক্ষার্থীরা
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
প্রকাশ: রোববার, ১১ আগস্ট, ২০২৪, ৮:৩৫ অপরাহ্ন

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের টোল প্লাজা এলাকায় যানবাহনে তল্লাশি চালিয়ে বিপুল পরিমান মাদক উদ্ধার করেছেন শিক্ষার্থীরা। গতকাল শনিবার রাত আটটা থেকে রবিবার ভোর নাগাদ এ অভিযানে চারজন মাদক ব্যবসায়ি আটক হয়। উদ্ধারকৃত মাদক ও আটককৃতদেরকে সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়। 

মাদকের মধ্যে রয়েছে- ৫৫৬ বোতল ফেন্সিডিল, ২০ কেজি গাঁজা ও চার বোতল বিদেশী মদ। 

আটককৃতরা হলো, সিলেটের দক্ষিণ সুরমার আবুল খায়েরের ছেলে মো. হাসনাত, হবিগঞ্জের চুনারঘাটের আবুল মিয়ার ছেলে জীবন, হবিগঞ্জের মাধবপুরের মাহবুবুর রহমানের ছেলে মাহমুদুর রহমান, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের আব্দুল জব্বারের ছেলে জাবেদ হোসেন। শিক্ষার্থীরা মাদক পরিবহনের কাজে ব্যবহৃত তিনটি মাইক্রোবাস ও প্রাইভেটকারও আটক করে। এর আগে শুক্রবার অভিযান পরিচালনা করে শিক্ষার্থীরা একটি বিদেশি পিস্তল ও বিপুল পরিমান মাদক আটক করে।

কোটা আন্দোলনের সমন্বয়ক জয়ন্তি বিশ্বাস জানান, মহাকসড়কের আইনশৃঙ্খলা বাহীনির কার্যক্রম না থাকায় সেই সুযোগে মাদক কারবারীরা সীমান্ত থেকে বিপুল পরিমান মাদক বিভিন্ন পরিবহনে করে মাদক পাচার করছে। তাই শিক্ষার্থীরা পালাক্রমে মহাসড়কে চেক পোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালিয়ে এসব মাদক উদ্ধার করেছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত শিক্ষার্থীদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft