সরাইলের সড়কে অটোরিকশার ধাক্কায় প্রতিবন্ধী কিশোর নিহত
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
প্রকাশ: সোমবার, ২৯ জুলাই, ২০২৪, ৮:৩৩ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নাসিরনগর-সরাইল আঞ্চলিক সড়কের কালীকচ্ছ এলাকায় সোমবার বিকেলে ফুটবল কুড়াতে গিয়ে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মো. মুহিত নামে এক মানসিক প্রতিবন্ধী কিশোর নিহত হয়েছে।
নিহত মুহিত (১১) উপজেলার কালীকচ্ছ গ্রামের মো. মীর হোসেনের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহাগ রানা জানান, বিকেলে উপজেলার কালিকচ্ছ এলাকায় বাড়ির সামনে রাস্তার উপর থেকে ফুটবল আনতে গিয়ে সিএনজিচালিত অটোরিকসার ধাক্কায় মানসিক প্রতিবন্ধী মুহিত আহত হয়। পরে স্হানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও অটোরিকশাটি আটক করা হয়েছে।