সরাইলে কাভার্ড ভ্যানচাপায় বৃদ্ধ নিহত
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
প্রকাশ: সোমবার, ২৯ জুলাই, ২০২৪, ৮:২৭ অপরাহ্ন
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের কুট্টাপাড়া এলাকায় সোমবার সকালে কাভার্ড ভ্যানচাপায় বাদশা মিয়া (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে।
নিহত বাদশা মিয়া উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের শাহজাদাপুর গ্রামের জোর আলীর ছেলে।
খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আশীষ কুমার স্যানাল জানান, সকাল নয়টার দিকে সড়ক পারাপারের সময় কাভার্ড ভ্যানচাপায় ওই ব্যক্তি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর কাভার্ড ভ্যান ফেলে চালক পালিয়ে যায়।