প্রকাশ: রোববার, ২৮ জুলাই, ২০২৪, ৮:৩০ অপরাহ্ন
কোটা আন্দোলনকে কেন্দ্র করে মাদারীপুরে সার্বিক পরিবহনের প্রায় অর্ধশত পোড়ানো বাসের চালক ও হেলপারদের ত্রাণ সহায়তা প্রদান করলো জেলা সড়ক পরিবহন মালিক সমিতি।
আজ রোববার (২৮ জুলাই) সকাল ১১টার দিকে মাদারীপুর পৌর শহরের সার্বিক বাস ডিপোতে বাস শ্রমিকদের মাঝে এসব ত্রাণ সামগ্রী তুলে দেয়া হয়।
জানা যায়, গত ১৯ জুন কোটা আন্দোলনকে কেন্দ্র করে দুর্বৃত্তরা সার্বিক বাস ডিপোতে রাখা প্রায় অর্ধশত বাসে আগুন দেয়। এতে সার্বিক পরিবহনের সঙ্গে জড়িত প্রায় ৩ শতাধিক চালক ও হেলপার কর্মহীন হয়ে পড়ে। ফলে জেলা সড়ক পরিবহন মালিক সমিতি কর্মহীন এসব শ্রমিকদের পাশে দাঁড়ান। এসময় ক্ষতিগ্রস্থ বাসের শ্রমিকদের পরিবারের জন্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাদারীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসিবুর রহমান খান। বিশেষ অতিথি ছিলেন- মাদারীপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি হাফিজুর রহমান যাচ্চু খান, সাধারণ সম্পাদক আব্দুস ছালাম তালুকদারসহ অনেকে।
খাদ্য সামগ্রী সহায়তা পেয়ে শ্রমিকরা আবেগাপ্লুত হয়ে পরেন এবং দ্রুতই সকল সমস্যা সমাধানের আশা করেন।