বৃহস্পতিবার ৩১ অক্টোবর ২০২৪ ১৫ কার্তিক ১৪৩১
 

আবারও নেপালকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ    রমজান উপলক্ষে নিত্যপণ্য আমদানি করবে সরকার    ৮ জেলায় নতুন ডিসি নিয়োগ    খরচ কমেছে হজের দুই প্যাকেজের    ৩৫ প্রত্যাশীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জ    চাকরির বয়সসীমা ৩৫ চেয়ে ফের আন্দোলন    দেশে শেখ হাসিনা ও আ.লীগের জায়গা হবে না: ড. ইউনূস   
মাদারীপুরে ক্ষতিগ্রস্ত বাসের স্টাফদের সহায়তা প্রদান
মাদারীপুর প্রতিনিধি:
প্রকাশ: রোববার, ২৮ জুলাই, ২০২৪, ৮:৩০ অপরাহ্ন

কোটা আন্দোলনকে কেন্দ্র করে মাদারীপুরে সার্বিক পরিবহনের প্রায় অর্ধশত পোড়ানো বাসের চালক ও হেলপারদের ত্রাণ সহায়তা প্রদান করলো জেলা সড়ক পরিবহন মালিক সমিতি।

আজ রোববার (২৮ জুলাই) সকাল ১১টার দিকে মাদারীপুর পৌর শহরের সার্বিক বাস ডিপোতে বাস শ্রমিকদের মাঝে এসব ত্রাণ সামগ্রী তুলে দেয়া হয়।

জানা যায়, গত ১৯ জুন কোটা আন্দোলনকে কেন্দ্র করে দুর্বৃত্তরা সার্বিক বাস ডিপোতে রাখা প্রায় অর্ধশত বাসে আগুন দেয়। এতে সার্বিক পরিবহনের সঙ্গে জড়িত প্রায় ৩ শতাধিক চালক ও হেলপার কর্মহীন হয়ে পড়ে। ফলে জেলা সড়ক পরিবহন মালিক সমিতি কর্মহীন এসব শ্রমিকদের পাশে দাঁড়ান। এসময় ক্ষতিগ্রস্থ বাসের শ্রমিকদের পরিবারের জন্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাদারীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসিবুর রহমান খান। বিশেষ অতিথি ছিলেন- মাদারীপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি হাফিজুর রহমান যাচ্চু খান, সাধারণ সম্পাদক আব্দুস ছালাম তালুকদারসহ অনেকে।

খাদ্য সামগ্রী সহায়তা পেয়ে শ্রমিকরা আবেগাপ্লুত হয়ে পরেন এবং দ্রুতই সকল সমস্যা সমাধানের আশা করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft