বৃহস্পতিবার ৩১ অক্টোবর ২০২৪ ১৫ কার্তিক ১৪৩১
 

আবারও নেপালকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ    রমজান উপলক্ষে নিত্যপণ্য আমদানি করবে সরকার    ৮ জেলায় নতুন ডিসি নিয়োগ    খরচ কমেছে হজের দুই প্যাকেজের    ৩৫ প্রত্যাশীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জ    চাকরির বয়সসীমা ৩৫ চেয়ে ফের আন্দোলন    দেশে শেখ হাসিনা ও আ.লীগের জায়গা হবে না: ড. ইউনূস   
প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে আম্পায়ার জেসি
অনলাইন ডেস্ক:
প্রকাশ: রোববার, ২৮ জুলাই, ২০২৪, ৪:৫০ অপরাহ্ন

নারী এশিয়া কাপের ফাইনাল চলছে । যেখানে শিরোপার লড়াইয়ে লড়ছে স্বাগতিক শ্রীলংকা ও ভারত। যেই ম্যাচটি পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশের আম্পায়ার সাথিরা জাকির জেসিকে। 

এবারই প্রথমবারের মতো এশিয়া কাপ পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন জেসি, যা দেশছাড়ার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই জানিয়েছিলেন ভক্তদের। এবার ফাইনাল ম্যাচের দায়িত্বও দেওয়া হয়েছে তার কাঁধেই। অর্থাৎ নিজের অভিষেকের প্রথমবারের মতো বাজিমাত করেছেন তিনি।

গুরুত্বপূর্ণ এই মঞ্চে দায়িত্ব নিয়ে জেসি বলেন, ‘তারা আমাকে দায়িত্বটা দিয়েছে পারফরম্যান্সের কারণে। তারা এশিয়া কাপের আম্পায়ারদের তাদের পারফরম্যান্সের ভিত্তিতে র্যাংকিং করেছে। আমি শীর্ষ তিনে ছিলাম।’

এবারের এশিয়া কাপে সেমিফাইনালে ভারতের বিপক্ষে হেরেছে বাংলাদেশ। তবে বাংলাদেশ ফাইনালে উঠলেও আম্পায়ার হিসেবে তিনিই থাকতেন বলে জানিয়েছেন জেসি।

যা নিয়ে জেসি বলেন, ‘এর আগে শুধু নিরপেক্ষ দলের আম্পায়ারদেরই দায়িত্ব দেওয়া হতো। কিন্তু এবার তারা নীতিতে পরিবর্তন এনেছে। তারা সেরা পারফরমারদের সুযোগ দিচ্ছে। যদি বাংলাদেশ ফাইনালেও খেলত, তাহলেও আমি আম্পায়ারের দায়িত্ব পেতাম।’

এবারের এশিয়া কাপে অভিষেকের পর ৫ ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন জেসি। তিন ম্যাচে তিনি ছিলেন ফিল্ড আম্পায়ার। আর দুই ম্যাচে তিনি পালন করেছেন টিভি আম্পায়ারের দায়িত্ব।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft