বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

দেশের অধিকাংশ জায়গায় টানা বৃষ্টি হতে পারে    ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করল সরকার    রাষ্ট্রপতি ইস্যুতে আলোচনা হচ্ছে: তথ্য উপদেষ্টা    ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৭ জনের, হাসপাতালে ১,১৩৮    ৪৭তম বিসিএসে ৩৪৬০ শূন্যপদে বিজ্ঞপ্তি প্রকাশের জন্য আবেদন    চলতি অর্থবছরে জিডিপি কমার পূর্বাভাস আইএমএফের    সচিবালয়ে ঢুকে পড়া ৫৩ শিক্ষার্থী আটক    
নারী এশিয়া কাপ
সেমি নিশ্চিতের পথে বাংলাদেশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৪ জুলাই, ২০২৪, ৭:৪৫ অপরাহ্ন

দুই ব্যাটার মুর্শিদা খাতুন এবং নিগার সুলতানা জ্যোতির  ব্যাটিং নৈপুণ্যে চলমান নারী এশিয়া কাপ  টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে মালয়েশিয়াকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ দল। বাংলাদেশের  নারীরা আজ দিনের প্রথম ম্যাচে মালয়েশিয়াকে ১১৪ রানের বড় ব্যবধানে পরাজিত করেছে। 

এই জয়ের সুবাদে সেমিফাইনাল অনেকটাই নিশ্চিত করেছে বাংলাদেশ নারী দল। মার্শিদা খাতুন দলের পক্ষে সর্বোচ্চ ৮০ এবং অধিনায়ক জ্যোতি  দ্বিতীয় সর্বোচ্চ ৬২ রান করেন। 

ডাম্বুলায় অনুষ্ঠিত ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক। দুই ব্যাটার দিলারা আক্তার ও মুর্শিদা  শুরু থেকেই  আক্রমণাত্মক  ব্যাটিং করেন। পাওয়ারপ্লেতে বিনা উইকেটে ৫১ রান তোলেন দিলারা-মুর্শিদা জুটি। দিলারা ২০ বলে ৩৩ রান করে আউট হলে  দলীয় ৬৫ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। 

তবে ব্যাট হাতে মুর্শিদা ছিলেন মারমুখি। ৪৫ বলে হাফ সেঞ্চুরি পূরণ যেন আরো আগ্রাসী হয়ে ওঠেন তিনি। 

তাকে যথার্থ সঙ্গ দিয়েছেন  অধিনায়ক জ্যোতি। শেষ পর্যন্ত ৫৯ বলে ১০ বাউন্ডারি ও ১ ওভার বাউন্ডারিতে ক্যারিয়ার সেরা  ৮০ রান করে আউট হন  মুর্শিদা। টাইগ্রেস অধিনায়ক জ্যোতি ৩৪ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন।  

শেষ পর্যন্ত তার ৩৭ বলে অপরাজিত ৬২ রানের সুবাদে ২ উইকেট হারিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে  নিজেদের দ্বিতীয় সর্বোচ্চ ১৯১ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশের নারীরা। 

জবাবে ৮ উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ৭৭ রানে গুটিয়ে যায় মালয়েশিয়ার ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ২০ রান করেন এলসা হান্টার। দ্বিতীয় সর্বোচ্চ ১৫ রান করেন মাহিরা ইজ্জাতি ইসমাইল। বাংলাদেশের নাহিদা আক্তার ১৩ রানে  নেন ২ উইকেট।
  
টুর্নামেন্টে নিজেদেও প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলংকার কাছে পরাজিত হওয়ার পর দ্বিতীয় ম্যাচে থাইল্যান্ডের পর আজ তৃতীয় ম্যাচে জয়ী হয়ে সেমিফাইনাল অনেকটাই নিশ্চিত হয়েছে  বাংলাদেশের। 

আজ দ্বিতীয় ম্যাচে শ্রীলংকা ও কাছে থাইল্যান্ড পরাজিত হলেই সেমিফাইনাল নিশ্চিত হবে টাইগ্রেসদের। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  নারী এশিয়া কাপ   খেলাধুলা   বাংলাদেশ নারী ক্রিকেট দল  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft