বৃহস্পতিবার ৩১ অক্টোবর ২০২৪ ১৫ কার্তিক ১৪৩১
 

আবারও নেপালকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ    রমজান উপলক্ষে নিত্যপণ্য আমদানি করবে সরকার    ৮ জেলায় নতুন ডিসি নিয়োগ    খরচ কমেছে হজের দুই প্যাকেজের    ৩৫ প্রত্যাশীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জ    চাকরির বয়সসীমা ৩৫ চেয়ে ফের আন্দোলন    দেশে শেখ হাসিনা ও আ.লীগের জায়গা হবে না: ড. ইউনূস   
কোটালিপাড়ার হিরন ইউনিয়ন পরিষদ ভবনের বেহাল দশা
গোপালগঞ্জ প্রতিনিধি:
প্রকাশ: মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪, ৮:৩১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪, ৮:৩৩ অপরাহ্ন

জেলার কোটালিপাড়া উপজেলার হিরন ইউনিয়ন পরিষদ ভবনের বেহাল দশা হলেও দেখার কেউ নেই। জরাজীর্ণ ওই দ্বিতল ভবনটি যে কোনো সময় ধ্বসে পড়তে পারে বলে অনেকেই আশংকা প্রকাশ করেছেন। ভবনটির ছাদ ও দেয়ালের প্লাস্টার খসে পড়ে প্রায়ই। একটি কক্ষে জানালার কোন গ্রীল নেই। ভবনের একপাশ বড় একটা পুকুরের পাড়জুড়ে রয়েছে। ওই অংশটি ডেবে গেছে অনেকখানি। 

সচিব সুজয় সাহা বলেন, বৃষ্টির সময় পানি পড়ে। এরই মধ্যে চেয়ারম্যান এক রুমে, উদ্যোক্তা এক রুমে এবং আমি ও হিসাব সহকারী এক রুমে বসে কাজ করি। বলতে লজ্জা পাই আমি এবং হিসাব সহকারীর কোনো কম্পিউটার নেই। উদ্যোক্তা যে কম্পিউটার ব্যাবহার করে তাই দিয়ে কাজ চালাতে হয়। ২০২৩-২৪ অর্থ বছরে ইউনিয়ন পরিষদের কোনো উন্নয়ন করা সম্ভব হয়নি। 

এদিকে চেয়ারম্যান মাজহারুল হক পান্নাকে কার্যালয়ে না পেয়ে মোবাইল ফোনে তার সাথে যোগাযোগ করা হলেও তিনি সাম্প্রতিককালে আঘাত হানা ঘুর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থদের জন্য পাওয়া সহায়তা সম্পর্কে কিছু জানাতে আগ্রহ দেখাননি। 

পরে সচিব জানান, হিরন ইউনিয়নে সদ্য সমাপ্ত অর্থ বছরে সরকারি সহায়তায় তেমন কোনো উন্নয়ন কাজ চলেনি। এর কারনকি তা সচিব জানেন না।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft