বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

ডিবি হারুন ও তার স্ত্রীসহ ১২ জনকে দুদকে তলব    সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা    বিসিএসে সর্বোচ্চ ৩ বার অংশ নেয়া যাবে     ঘূর্ণিঝড় দানার প্রভাবে ১৪ জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা    ব্যাংকগুলোর সম্পদ মূল্যায়নের কাজ শুরু হবে নভেম্বরে: গভর্নর    গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ তিনজনকে অব্যাহতি   
সপ্তাহের কোন দিন গোসল করেন না শাহরুখ?
অনলাইন ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪, ৯:৩০ অপরাহ্ন

সাধারণ পরিবারে এমন ছেলের সংখ্যা নেহায়েতই কম নয়, যারা কি না গোসল না করে গায়ে সুগন্ধী মেখে ঘুরে বেড়ায়। জানলে অবাক হবেন আপনার পছন্দের তালিকায় রয়েছে এমন এক তারকার নাম। যিনি না কি সপ্তাহের একদিন গোসল পর্যন্ত করেন না।

বলিউড বাদশা শাহরুখ খান সুগন্ধীর বিষয়ে বেশ শৌখিন। তার শরীর থেকে সব সময় সুঘ্রাণ ছড়ায়, আর তা নিয়ে আলোচনার শেষ নেই। নায়িকা থেকে শুরু করে নারী ভক্ত, সবার মাঝেই এই নায়কের শরীরের ঘ্রাণ নিয়ে চলে বেশ চর্চা। কিছু সাক্ষাৎকারে শাহরুখ নিজেও জানিয়েছেন, পারফিউম তার খুব প্রিয় একটি জিনিস।

বর্ষীয়ান অভিনেত্রী ফরিদা জালাল ভারতীয় এক গণমাধ্যমের সাক্ষাৎকারে শাহরুখের একটি অভ্যাসের কথা ফাঁস করেছিলেন। তিনি জানান, গোটা সপ্তাহ ব্যস্ততায় কাটলেও রোববার মানেই তার কাছে অলস দিন। এ দিনটি বাদশার স্বঘোষিত ছুটির দিন। দেরি করে ঘুম থেকে ওঠেন এবং সকালে স্ত্রী গৌরীর বকুনি খেয়েই নিদ্রাভঙ্গ করেন তিনি। এরপর সারা দিন একদম পুরোদস্তুর ফ্যামিলি ম্যান। তবে এই কাজহীন দিনটিতে তিনি গোসল থেকেও নিজেকে দূরে রাখেন।

বলিউড বাদশা ঘুম থেকে ওঠার পর কোমল পানীয় ও আলু ভাজা খেতে খেতে সিনেমা দেখতে বসেন। সময় পেলে নিজের পোষ্য কুকুরকে গোসল করান। অলস দিন হলেও এ দিনটিতে তিনি থাকেন ব্যাপক ব্যস্ত। এই পারিবারিক ব্যস্ততার মধ্যেই ভুলে যান গোসলের কথা।

‘ডানকি’র পর আবারও রাজকুমার হিরানির নতুন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন এই বলিউড কিং। অভিনেতার সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুকে। ইতোমধ্যে সিনেমার কিছু কিছু কাজ এগিয়ে নিলেও এখনো সিনেমাটির নাম চূড়ান্ত হয়নি। শোবিজ অঙ্গনে এমন গুঞ্জন ভাসলেও, শাহরুখ বা হিরানি কেউই এই বিষয়ে মুখ খোলেনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft