বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

দেশের অধিকাংশ জায়গায় টানা বৃষ্টি হতে পারে    ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করল সরকার    রাষ্ট্রপতি ইস্যুতে আলোচনা হচ্ছে: তথ্য উপদেষ্টা    ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৭ জনের, হাসপাতালে ১,১৩৮    ৪৭তম বিসিএসে ৩৪৬০ শূন্যপদে বিজ্ঞপ্তি প্রকাশের জন্য আবেদন    চলতি অর্থবছরে জিডিপি কমার পূর্বাভাস আইএমএফের    সচিবালয়ে ঢুকে পড়া ৫৩ শিক্ষার্থী আটক    
গোপালগঞ্জে বাড়ছে সাপে কাটা রোগী, মিলছেনা অ্যান্টিভেনোম
গোপালগঞ্জ প্রতিনিধি:
প্রকাশ: শনিবার, ১৫ জুন, ২০২৪, ৭:০৫ অপরাহ্ন

জেলার সর্বত্র চলতি সময়ে বেড়েছে সাপের উপদ্রব। সাপের কামড়ে অনেকের মৃত্যু হচ্ছে। অনেকে প্রানে বেঁচে গেলেও ভুগতে হয় সাপের কামড়ে। জেলার ৫ উপজেলায় সাপে কামড়ালে একমাত্র ভরসা ওঝা এবং ঝাড়ফুঁক। এ ভরসা নিয়ে জেলার লাখ লাখ মানুষ আতংকে কাল কাটায়।

গোপালগন্জের কোনো হাসপাতালে ভুক্তভোগীরা অ্যান্টিভেনোম পায় না বলে গুরুতর অভিযোগ উঠেছে।   

এ ব্যাপারে আলাপ করা হলে গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালের (৫০০ বেড) হাসপাতালের উপ পরিচালক ডা. নেওয়াজ চৌধুরী বলেন, আমার জানামতে মাত্র তিনজনকে দেয়ার মতো অ্যান্টি ভেনোম রয়েছে হাসপাতালে। যার প্রয়োজন তাকেই শুধু অ্যান্টিভেনোম দেয়া যেতে পারে।অনেক ক্ষেত্রে রোগীরা বা তাদের স্বজনরা  কোনা পরামর্শ মানেনা।

এ ব্যাপারে জেলার সিভিল সার্জন ডা.জিল্লুর রহমান বলেন, আমাদের কাছে কোনো অ্যান্টি ভেনোম নেই। সাপের উপদ্রব থেকে বাঁচতে যা দরকার সেই কার্বলিক অ্যাসিডও নেই। হাসপাতালে আছে কিনা তা জানা নেই। এসব শুধু মাত্র মহাপরিচালকের সংশ্লিষ্ট দফতর থেকে সরবরাহ দিয়ে থাকে। কেনো সরবরাহ দিচ্ছে না তা বলতে পারবোনা। আমরা জনগনকে শুধু সতর্ক করতে পারি। সচেতনতা বৃদ্ধি করতে পারি। বাড়ি ও জংগল পরিষ্কার করার কথা বলতে পারি। এছাড়া আর কিছু করার নেই।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft