বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

ডিবি হারুন ও তার স্ত্রীসহ ১২ জনকে দুদকে তলব    সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা    বিসিএসে সর্বোচ্চ ৩ বার অংশ নেয়া যাবে     ঘূর্ণিঝড় দানার প্রভাবে ১৪ জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা    ব্যাংকগুলোর সম্পদ মূল্যায়নের কাজ শুরু হবে নভেম্বরে: গভর্নর    গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ তিনজনকে অব্যাহতি   
গাজীপুরে প্রবাসীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
গাজীপুর সংবাদদাতা:
প্রকাশ: মঙ্গলবার, ২৮ মে, ২০২৪, ৫:০৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২৮ মে, ২০২৪, ৭:০১ অপরাহ্ন

গাজীপুরের স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান মহসিন ইলেকট্রনিক্স এন্ড কম্পিউটারের মাালিকানা আত্মসাৎ করতে আমেরিকা প্রবাসীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক আমজাদ হোসেনের সভাপতিত্বে আজ মঙ্গলবার (২৮ মে, ২০২৪) গাজীপুর প্রেসক্লাবে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

সাংবাদিক সম্মেলনে মহসিন ইলেকট্রনিক্স এন্ড কম্পিউটারের সদ্য সাবেক মালিক আমেরিকা প্রবাসী মোহাম্মদ মহসিনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তার ছোট ভাই ও প্রতিষ্ঠানটির বর্তমান মালিক মাসুদ সরকার।

সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ২০০২ সালে মোহাম্মদ মহসিনের নামে ট্রেড লাইসেন্স নিয়ে ‘মহসিন ইলেকট্রনিক্স এন্ড কম্পিউটার’ নামে গাজীপুর শহরের শিববাড়ি এলাকার আকলিমা প্লাজায় ইলেকট্রনিক্স ও কম্পিউটার পণ্যের ব্যবসা শুরু করা হয়।

এতে আমেরিকা প্রবাসী মোহাম্মদ মহসিনের মালিকানা ৪০ ভাগ, তার ফুপাত ভাই ও অভিযুক্ত আতিকুর রহমান বিনা পুঁজিতে ব্যবসায় অভিজ্ঞতা কাজে লাগাবে বলে (ওয়ার্কিং পার্টনার) ৩৫ ভাগ এবং বেলায়েত হোসেনের ২৫ ভাগ মালিকানা হিসেবে চুক্তি করে ৩৫ লক্ষ টাকা মুলধন নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানটি শুরু করেন। তাতে মোহাম্মদ মহসিন চেয়ারম্যান, আতিকুর রহমান ব্যবস্থাপনা পরিচালক ও বেলায়েত হোসেনের ম্যানেজার পদ নির্ধারণ করা হয়।

মূল মালিক মোহাম্মদ মহসিনের আমেরিকা থাকার সুযোগ নিয়ে অভিযুক্ত আতিকুর রহমান ব্যবসার হিসাব দিচ্ছিলেন না। অপরদিকে ম্যানেজার বেলায়েত হোসেনকে মিথ্যা চুরির অভিযোগ দিয়ে মারধর ও হয়রানি করে ব্যবসা থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন।

চুক্তির শর্ত ভঙ্গ করে অবৈধভাবে অভিযুক্ত আতিকুর রহমান তার নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট ও ট্রেড লাইসেন্সে কারসাজি করেছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, মূল মালিক মোহাম্মদ মহসিন দেশে এসে ব্যবসার হিসাব চাইলে অভিযুক্ত আতিকুর রহমান ব্যবসা প্রতিষ্ঠানটি সম্পূর্ণ নিজের বলে দাবি করে মোহাম্মদ মহসিনের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেন। ভাড়াটে গুণ্ডাবাহীনি ও সাদা পোশাকধারী পুলিশ দিয়ে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করেন।

মোহাম্মদ মহসিন অভিযুক্ত আতিকুর রহমানের অত্যাচারে টিকতে না পেরে একসময় ব্যবসায় তার অংশ তার ছোটভাই ও গাজীপুর কম্পিউটার সমিতির কর্মকর্তা মোহাম্মদ মাসুদ সরকারের কাছে বিক্রি করে দেন।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, গত ০১ মে ২০২৪ তারিখে সন্ধ্যার পরে ব্যবসা প্রতিষ্ঠানে গেলে অভিযুক্ত আতিকুর রহমানের বড় ভাই শাখাওয়াত হোসেনের স্ত্রী সাবিনা ইয়াসমিন মোহাম্মদ মহসিনের উপর হামলা করেন। তখন মোহাম্মদ মহসিন পাশের একটি দোকানে গিয়ে আশ্রয় নিলে ওই মহিলা সেই দোকানে ঢুকেও তার উপর হামলা চালায়।

এ সময় সংবাদ সম্মেলনে হামলার ঘটনার ভিডিও ফুটেজ সাংবাদিকদের দেখানো হয়।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, অভিযুক্ত আতিকুর রহমান গং তাদের আত্মসাৎ প্রক্রিয়া সম্পন্ন করতে না পেরে আরও নানান অসৎ উপায় প্রয়োগ করতে থাকে। এরই ধারাবাহিকতায় আতিকুর রহমান তার স্ত্রী মনিরা আক্তারকে বাদি করে মোহাম্মদ মহসিন ও মোহাম্মদ মাসুদ সরকারকে বিবাদী করে গাজীপুর আদালতে নারী নির্যাতনের একটি মিথ্যা মামলা দায়ের করেন।

সংবাদ সম্মেলনে সামাজিক নিরাপত্তা, ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত, ন্যায়বিচার চেয়ে সচেতন মহল ও প্রশাসনের কাছে আবেদন জানানো হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  গাজীপুর   সংবাদ সম্মেলন  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft