বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

ডিবি হারুন ও তার স্ত্রীসহ ১২ জনকে দুদকে তলব    সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা    বিসিএসে সর্বোচ্চ ৩ বার অংশ নেয়া যাবে     ঘূর্ণিঝড় দানার প্রভাবে ১৪ জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা    ব্যাংকগুলোর সম্পদ মূল্যায়নের কাজ শুরু হবে নভেম্বরে: গভর্নর    গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ তিনজনকে অব্যাহতি   
নাটোরে জাল টাকাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
নাটোর প্রতিনিধি:
প্রকাশ: বুধবার, ২২ মে, ২০২৪, ৬:০৭ অপরাহ্ন

নাটোরে জাল টাকাসহ মোঃ রিপন (৩৩) এবং তার স্ত্রী লাবনী আক্তার রিমু (২০) কে গ্রেপ্তার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব। 

গতকাল মঙ্গলবার(২১ মে) দিনগত রাত সাড়ে ১০টার দিকে নাটোর সদর উপজেলার ধরাইল বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

আজ বুধবার(২২ মে) সকালে নাটোর র‍্যাব ক্যাম্প থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃত আসামি মো. রিপন রাজশাহী জেলার বাগমারা উপজেলার রনশি বারী গ্রামের শহিদুল ইসলামের ছেলে। এবং লাবনী আক্তার রিমু একই এলাকার রিপনের স্ত্রী।

র‍্যাব নাটোর জানান, মঙ্গলবার (২১ মে) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের ধরাইল বাজারে একটি অভিযান পরিচালনা করে র‍্যাব। এ সময় মোঃ রিপন ও তার স্ত্রী লাবনী আক্তার রিমু'র কাছ থেকে এক হাজার টাকার ১৩টি নোট এবং পাঁচশ টাকার ২৪ টি জাল নোটসহ তাদের গ্রেপ্তার করা হয়।

র‍্যাব আরও জানান, রিপন এবং তার স্ত্রী রিমু সঙ্ঘবদ্ধ জালিয়াত চক্রের কাছ থেকে জাল টাকা সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় তা সরবরাহ করে আসছিল। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় নাটোর সদর থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের পর হস্তান্তর করা হয়। 

নাটোর সদর থানার কর্মকর্তা ওসি মিজানুর রহমান বলেন, এ বিষয়ে থানায় দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে নেওয়ার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft