রোববার ১৯ জানুয়ারি ২০২৫ ৫ মাঘ ১৪৩১
 

কাল সুইজারল্যান্ড সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা    জনগণের পাশে থাকার কোনো বিকল্প নেই: তারেক রহমান    এসকে সুরের বাসায় দুদকের অভিযানে ১৭ লাখ টাকা উদ্ধার    মেঘনায় ঝাঁপ দিয়ে মা-ছেলের আত্নহত্যা চেষ্টা, দেড় বছরের শিশুর মৃত্যু    ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৪ হাজার ৭২৩ কোটি টাকা    জাতীয় কবির নাতি বাবুল কাজী মারা গেছেন    মালানের ফিফটিতে বরিশালের বড় জয়   
এমবিবিএস প্রথম বর্ষের ক্লাস শুরু ৫ জুন
প্রকাশ: শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৬:২৪ অপরাহ্ন

মেডিকেল কলেজগুলোর ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ক্লাস আগামী ৫ জুন থেকে শুরু হচ্ছে। বৃহস্পতিবার (১৬ মে) স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজসমূহে ২০২৩-২০২৩ শিক্ষাবর্ষ এমবিবিএস কোর্সের প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস আগামী ৫ জুন ২০২৪ তারিখ থেকে শুরু হবে।

এ বছর মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় গত ৯ ফেব্রুয়ারি। ফল প্রকাশ করা হয় ১১ ফেব্রুয়ারি। ২০২৩-২৪ সেশনের এমবিবিএস ভর্তি পরীক্ষার পাস করেন মোট ৪৯ হাজার ৯২৩ জন। পাসের হার ৪৭ দশমিক ৮৩ শতাংশ। এ বছর মোট এক লাখ চার হাজার ৩৭৪ ভর্তিচ্ছু আবেদন করেন। এর মধ্যে এক লাখ দুই হাজার ৩৬৯ জন ভর্তি পরীক্ষায় অংশ নেন। আবেদন করেও মোট দুই হাজার পাঁচজন আবেদনকারী ভর্তি পরীক্ষায় অনুপস্থিত ছিলেন। অনুপস্থিতির হার ১ দশমিক ৯২ শতাংশ।

পরীক্ষায় পাস নম্বর পূর্ববর্তী বছরের মতো ৪০ শতাংশ নির্ধারিত ছিল। এর ভিত্তিতে মোট ৪৯ হাজার ৯২৩ জন ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়। পাসের হার ৪৭ দশমিক ৮৩ শতাংশ। এর মধ্যে ছেলে প্রার্থী ছিলেন ২০ হাজার ৪৫৭ জন, যা উত্তীর্ণ প্রার্থীর ৪০ দশমিক ৯৮ শতাংশ। মেয়ে প্রার্থীর সংখ্যা ২৯ হাজার ৪৬৬ জন, যা উত্তীর্ণ প্রার্থীর ৫৯ দশমিক ০২ শতাংশ।

দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে আসন রয়েছে পাঁচ হাজার ৩৮০টি। আর ৬৭টি অনুমোদিত বেসরকারি মেডিকেল কলেজে আসন রয়েছে ছয় হাজার ২৯৫টি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: jobabdihimedia@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft