রোববার ৩ নভেম্বর ২০২৪ ১৭ কার্তিক ১৪৩১
 

কয়লা সংকটে উৎপাদন বন্ধ মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের    গণভবনকে জাদুঘরে রূপ দিতে কমিটি গঠন    নারী ফুটবলারদের সমস্যার বিষয়ে আলোচনা হয়েছে: ক্রীড়া উপদেষ্টা    স্পেনে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা দুই শতাধিক    জাপার সমাবেশ-মিছিল স্থগিত    আজ থেকে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের নতুন কর্মসূচি শুরু    সাইবেরিয়ায় রেল স্টেশনের ছাদ ধসে নিহত ১৪   
মালয়েশিয়ায় ভিসা আবেদনের সময় বাড়ল ১৫ দিন
প্রকাশ: শনিবার, ৬ এপ্রিল, ২০২৪, ১০:৩৬ অপরাহ্ন

মালয়েশিয়ায় বিদেশি কর্মীর ভিসা আবেদনের সময়সীমা ১৫ দিন বাড়িয়ে আগামী ২১ এপ্রিল পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। 

শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিবাসন বিভাগ থেকে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

এর আগে ৩১ মার্চ পর্যন্ত ভিসা আবেদনের সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। তবে ভিসা আবেদনের সময়সীমা বাড়ানো হলেও মালয়েশিয়া প্রবেশের সময়সীমা বাড়ানো হয়নি।

সংবাদ সম্মেলনে অভিবাসন বিভাগ থেকে জানানো হয়, ভিসা আবেদনের সময়সীমা ১৫ দিন বাড়ানোর কারণ হলো, এখন পর্যন্ত এক লাখ ৩২ হাজার বিদেশি কর্মীর কোটার জন্য অনেক নিয়োগকারী আবেদন করেননি। 

এর পাশাপাশি গত ২১, ২২, ২৩, ২৭, ২৮ ও ২৯ মার্চ বিদেশি কর্মী অনলাইন পদ্ধতি, ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেমে কারিগরি সমস্যা হয়েছিল। এসব কারণেই ভিসা আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে।

অভিবাসন বিভাগ আরো জানায়, গত পাঁচ বছরে অনুমোদিত কোটার প্রবাহ মোট অনুমোদিত কোটার ৮০ শতাংশের বেশি হয়নি।

এর ফলে আবেদন না করা এক লাখ ৩২ হাজার কোটাধারীর মধ্যে এক লাখ পাঁচ হাজার ৬০০ বিদেশি কর্মীকে ভিসা অনুমোদনের চিঠি দেওয়া হবে

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft