প্রকাশ: বুধবার, ৩ এপ্রিল, ২০২৪, ৩:৩০ অপরাহ্ন

কেউ রাঁধুনি, কেউ শাড়ি-থ্রি পিস বিক্রেতা। কেউ চাকরি ছেড়ে গড়ে তুলেছেন পাট ও চামড়া শিল্পজাত পণ্যের কারখানা। অগ্রযাত্রায় কেউ কেউ মোকাবিলা করেছেন সমাজের কটূক্তি, বাধা। অনেকে পাননি পরিবারের সমর্থনও। তবুও তারা থেমে থাকেননি। সফল উদ্যোক্তা হওয়ার স্বপ্ন ছুড়ে ফেলেননি মন থেকে। আর এভাবে তারা দেখেছেন সাফল্যের মুখ। সে সঙ্গে অন্য অনেকের জন্য কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি করে চলেছেন।
আলেয়া জামান বলেন, সমাজের নারীরা আর পিছিয়ে থাকবে না তারা এখন উদ্যোক্তা। তারা নিজের পায়ে দাঁড়াতে শিখেছে তারা শিখেছে নিজের পরিচয়ে বড় হতে । আমি নতুন ও তরুণ উদ্যোক্তাদের একটা কথাই শুধু বলবো শত বাধা আসবে একজন উদ্যেক্তার জীবনে কিন্তু কখনোই সেই বাধায় থেমে থাকা যাবে না। বিশেষ করে নারী উদ্যেক্তাদের বলবো আমরা আর পিছিয়ে থাকতে চাই না আমরা এগিয়ে যেতে চাই এই সমাজে নিজেদের একটা অবস্থান করতে চাই সেটা একজন সফল উদ্যোক্তা হিসেবে। ইতিমধ্যে রে-ইভেন্ট এর উদ্যোগে বেশ কিছু উদ্যোক্তা ইভেন্ট বা মেলা করেছিলাম। সেখানে আমি নতুন ও তরুণ উদ্যোক্তাদের অনেক গুরুত্ব দিয়েছি এবং তাদেরকে অনুপ্রেরণা ও শক্তি যুগিয়েছি। কারণ তারা যদি একজন সফল উদ্যোক্তা হতে পারে তাহলে এই সমাজ এই দেশ একদিন আরো অনেক দূর এগিয়ে যাবে ইনশাআল্লাহ।
সবশেষে আলেয়া জামান বলেন, রে-ইভেন্ট এবং রে-কালেকশনের পক্ষ থেকে দেশের সকল উদ্যোক্তাসহ সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক।