শুক্রবার ২৫ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

জানা গেলো শেখ হাসিনার অবস্থান    এ বছর সরকারি অর্থে কেউ হজে যাবে না    ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০২৯    দক্ষিণ কোরিয়ায় ইসরায়েলি দূতাবাসে হামলা    ডিবি হারুন ও তার স্ত্রীসহ ১২ জনকে দুদকে তলব    সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা   
যাত্রীর থেকে বেশি ভাড়া নেয়ায় ২০০০০ জরিমানা গুনল উবার
প্রকাশ: বুধবার, ২০ মার্চ, ২০২৪, ৬:০৫ অপরাহ্ন

অ্যাপ ভিত্তিক গাড়ি পরিষেবাদাতা প্রতিষ্ঠান উবার ভারতে যাত্রী অসন্তোষের মুখে জরিমানা গুনল। যাত্রীকে গন্তব্যে পৌঁছে দেওয়ার পরেও ২০ হাজার রুপি ক্ষতিপূরণ গুণল। 

যাত্রীর থেকে অতিরিক্ত টাকা আদায় করার অপরাধে উবারকে এই জরিমানা করেছে দেশটির ক্রেতা সুরক্ষা আদালত।

ব্যস্ত সময়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে এখন অনেক যাত্রীই ভরসা করেন অ্যাপভিত্তিক পরিবহন সেবায়। ব্যস্ত সময় এবং যাত্রী চাহিদার উপর ভাড়া কম-বেশি হয়েই থাকে। তাড়াহুড়ার সময়ে বাড়তি ভাড়া দিয়েই গাড়ি বুক করেন অনেকে। তবে বাড়তি টাকা চাওয়ার তো একটা মাত্রা আছে। 

এমনই ঘটনা ঘটেছে ভারতে। দেশটির চণ্ডীগড়ের বাসিন্দা অশ্বিনী প্রাশরের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করা হয়েছে। 

পনেরো মিনিটে ৮.৮ কিলোমিটার পথ অতিক্রম করে ১৩৩৪ রুপি আদায় করা হয়েছিল তার কাছ থেকে। সেই অর্থ সে মিটিয়ে দিলেও নির্দিষ্ট ওই অ্যাপের কাস্টমার কেয়ারে অভিযোগ জানিয়েছিলেন তিনি। তাতে কাজ না হওয়ায় ক্রেতা সুরক্ষা দফতরের দ্বারস্থ হন।

ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদন অনুযায়ী, চণ্ডীগড়ের বাসিন্দা অশ্বিনী প্রাশরের থেকে অতিরিক্ত টাকা আদায় করার অপরাধে উবারকে ২০ হাজার রুপি জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছে ক্রেতা সুরক্ষা আদালত। যার মধ্যে ১০ হাজার রুপি হল ক্ষতিপূরণ এবং বাকি ১০ হাজার রুপি অশ্বিনীর আইনি খরচ।

কমিশন জানিয়েছে, গাড়িতে চড়ার আগে যাত্রীকে ‘এস্টিমেটেড ফেয়ার’ দেখানো হয়েছিল ৩৫৯ রুপি। কিন্তু গন্তব্যে পৌঁছানোর পর, গাড়ির চালক যাত্রীর থেকে ১৩৩৪ রুপি আদায় করে। রাস্তা না চিনে ভুল পথে চলে গেলে অনেক কিলোমিটার পার হতে হলে বেশি ভাড়া চাওয়া অপরাধ নয়। তবে, কোনও কারণ ছাড়াই এ রকম ভাড়া দেখিয়ে বেশি টাকা আদায় করা আসলে জালিয়াতির ব্যবসা। তা মেনে নেওয়া যায় না।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft