শুক্রবার ২৫ অক্টোবর ২০২৪ ৯ কার্তিক ১৪৩১
 

জানা গেলো শেখ হাসিনার অবস্থান    এ বছর সরকারি অর্থে কেউ হজে যাবে না    ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০২৯    দক্ষিণ কোরিয়ায় ইসরায়েলি দূতাবাসে হামলা    ডিবি হারুন ও তার স্ত্রীসহ ১২ জনকে দুদকে তলব    সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা   
নাটোরে বৈদ্যুতিক তার চুরির সময় হাতেনাতে চোর আটক
নাটোর প্রতিনিধি:
প্রকাশ: শনিবার, ১৬ মার্চ, ২০২৪, ৪:৫৪ অপরাহ্ন

নাটোরের বড়াইগ্রামে বৈদ্যুতিক তার চুরির সময় হাতেনাতে মো: খলিল সরকার (৬২) নামে এক চোর আটক করেছে পুলিশ। এ সময় তারসহ চুরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

গতকাল শুক্রবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কুমরুল এলাকা থেকে চোরকে আটক করা হয়।

আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নাটোর পুলিশ সুপারের কার্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃত মো: খলিল সরকার (৬২) বগুড়া জেলার গাবতলি থানার নশিপুর এলাকার মৃত আফজাল সরকারের ছেলে।

পুলিশ জানান, শুক্রবার রাতে বড়াইগ্রাম পুলিশের টহল টিম গোপান সংবাদের ভিত্তিতে খবর পায় উপজেলার কুমরুল এলাকার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের পূর্বে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ৩৩ কেভি বৈদ্যুতিক লাইনের পোলে টাঙ্গানো তার অজ্ঞাতনামা চোর চুরি করছে। এ সংবাদে পুলিশ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। 

এ সময় হাতেনাতে মো: খলিল সরকার নামে একজনকে আটক করে পুলিশ। এসময় তার কাছ থেকে ৩৩ কেভি বৈদ্যুতিক লাইনের ৭০ ফিট দীর্ঘ ক্যাবল, চুরির কাজে ব্যবহৃত ৪ টি হ্যাক সব্লেড,  ১টি হ্যাক সব্লেড ফ্রেম, ৫ টি লোহার রড এবং ১০০ গ্রাম সুতলি উদ্ধার করা হয়। 

পরে এ ঘটনায় বড়াইগ্রাম থানায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft