রোববার ২২ ডিসেম্বর ২০২৪ ৭ পৌষ ১৪৩১
 

বাংলাদেশ-ভারত সম্পর্ক তলানিতে: এবিসি নিউজ     ‘জনশক্তি’ নামে কোনো রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত হয়নি    এবার যা যা নিয়ে এলো পাকিস্তানের সেই জাহাজ    মেট্রোরেল যাত্রীদের সুখবর দিল ডিএমটিসিএল কর্তৃপক্ষ    পাকিস্তানে সশস্ত্র হামলা, ১৬ সেনা নিহত    বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ৩    আজ বিছানা না গোছানোর দিন!   
হজের খরচ কমলো প্রবাসীদের জন্য
প্রকাশ: সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ২:০৮ অপরাহ্ন

আজ সোমবার গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, এবার নিজ দেশের নাগরিক ও প্রবাসীদের জন্য হজের খরচ কমিয়েছে সৌদি সরকার।

গত ১১ ফেব্রুয়ারি থেকে দেশটির হজ ও উমরাহ মন্ত্রণালয় ইলেকট্রনিক পদ্ধতি ব্যবহার করে নিজেদের নাগরিক এবং প্রবাসীদের হজ নিবন্ধন কার্যক্রম শুরু করে। মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও নুসুক অ্যাপের মাধ্যমে এই নিবন্ধন চলছে। এর মাধ্যমে খুব সহজেই নিবন্ধন করতে পারছেন হজ পালনে ইচ্ছুকরা। এ ছাড়া এবার সৌদির নাগরিক ও প্রবাসীদের জন্য হজের খরচ কমানো হয়েছে।

এবার অভ্যন্তরীণ হাজিদের জন্য চারটি প্যাকেজ থাকবে। যার মধ্যে একটি হলো ‘কম খরচের’ প্যাকেজ। এবার এই প্যাকেজটির মূল্য কমিয়ে করা হয়েছে ৩ হাজার ১৪৫ সৌদি রিয়াল। যা বাংলাদেশি মুদ্রায় ৯২ হাজার টাকা।

এ ছাড়া হাজিদের পরিবহনে আল মাসেয়ার ট্রেন সার্ভিসের ভাড়া ৪০০ রিয়াল থেকে ৩০০ রিয়াল করা হয়েছে বলেও জানা গেছে। তবে এ বিষয়টি এখনও নিশ্চিত করেনি সৌদির হজ ও উমরাহ মন্ত্রণালয়।

উল্লেখ্য, আগামী জুনে সৌদি আরবে হজের নতুন মৌসুম শুরু হবে। আগে মক্কায় নির্দিষ্ট দেশের জন্য নির্দিষ্ট স্থান বরাদ্দ রাখা হতো। তবে এবার যেসব দেশ আগে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করবে সেসব দেশ অগ্রাধিকার ভিত্তিতে স্থান বরাদ্দ পাবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft