সোমবার ৭ অক্টোবর ২০২৪ ২২ আশ্বিন ১৪৩১
 

ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,২২৫    বাজার তদারকিতে টাস্কফোর্স গঠন হচ্ছে: আসিফ    সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী গ্রেপ্তার    ট্রাফিক আইন লঙ্ঘনে কঠোর হচ্ছে ডিএমপি, বাড়ছে মামলা-জরিমানা    সাবেক সিনিয়র সচিব আমিনুল ইসলাম গ্রেপ্তার    জনগনের মতামতে সংস্কার হবে পুলিশ আইন    ফিলিস্তিনপন্থি বিক্ষোভে গায়ে আগুন দিলেন সাংবাদিক   
মুক্তি পেয়েছে আহমেদ রুবেলের শেষ ছবি ‘পেয়ারার সুবাস’
প্রকাশ: শুক্রবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৪, ৫:০৯ অপরাহ্ন

নিজের মুক্তি প্রতিক্ষীত সিনেমা ‘পেয়ারার সুবাস’ দেখতে এসে মারা যান অভিনেতা আহমেদ রুবেল। তার দুদিন পর আজ ৯ ফেব্রুয়ারি মুক্তি পেল ছবিটি। দেশব্যাপী ২৭টি প্রেক্ষাগৃহে চলছে সিনেমাটি।

যে সিনেমা হলগুলোতে ছবিটি মুক্তি পেয়েছে সেগুলো হলো, স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি শপিং মল, এস.কে এস টাওয়ার, সিমান্ত সম্ভার, সনি স্কোয়ার, বঙ্গবন্ধু মিলিটারী জাদুঘর, বালি আর্কিড, চট্রগ্রাম), বঙ্গবন্ধু শেখ মুজিব হাই টেক পার্ক, রাজশাহী ব্লকবাস্টার সিনেমাস-যমুনা ফিউচার পার্ক, লায়নস সিনেমাস (জিনজিরা), সিলভার স্ক্রীন (চট্রগ্রাম), গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার (সিলেট), শ্যামলী সিনেমা (ঢাকা), মমো-ইন (বগুড়া), ম্যাজিক মুভি থিয়েটার ফ্যান্টাসী পার্ক (দিয়াবাড়ী), সিনেস্কোপ (নারায়নগঞ্জ), রুটস সিনেক্লাব (সিরাজগঞ্জ), গুলশান সিনেপ্লেক্স (নারায়নগঞ্জ), মধুমিতা সিনেমা (ঢাকা), সেনা অডিটোরিয়াম (সাভার), সুগন্ধা (চট্রগ্রাম), শঙ্খ সিনেমা (খুলনা), শাপলা সিনেমা (রংপুর), ছায়াবানী সিনেমা (ময়মনসিংহ), নন্দিতা সিনেমা (সিলেট), মর্ডান সিনেমা (দিনাজপুর), লিবার্টি সিনেমা (খুলনা) এবং স্পনীল সিনেপ্লেক্স (কুষ্টিয়া)।

আট বছর ধরে মুক্তির অপেক্ষায় ছিল ছবিটি। সিরাজগঞ্জ ও পাবনার বিভিন্ন লোকেশনে দৃশ্যধারণ করা হয়েছে এই সিনেমার। আহমেদ রুবেল ছাড়াও এতে অভিনয় করেছেন সুষমা সরকার, জয়া আহসান, তারিক আনাম খান পেমুখ। ছবিটি নির্মাণ করেছেন নূরুল আলম আতিক।

বুধবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ‘পেয়ারার সুবাস’র বিশেষ প্রদর্শনীতে যোগ দিতে যাচ্ছিলেন তিনি। কিন্তু  অনুষ্ঠানস্থলে পৌঁছার আগে অসুস্থবোধ করলে তাকে নিকটস্থ স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে নেয়ার পর দায়িত্বরত চিকিৎসকরা আহমেদ রুবেলকে মৃত ঘোষণা করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft