প্রকাশ: শুক্রবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৪, ৫:০৫ অপরাহ্ন
টেস্ট, ওয়ানডের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে অস্ট্রেলিয়া। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আজ মাঠে নেমেছে দুই দল। আর এই ম্যাচেই আগে ব্যাট করতে নেমে ঝড়ো এক ইনিংস খেলেছেন ডেভিড ওয়ার্নার, গড়েছেন দারুণ এক রেকর্ডও।
ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজের আগে পাকিস্তান সিরিজ দিয়েই টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ডেভিড ওয়ার্নার। আর ভারতের বিপক্ষে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালই ছিল একদিনের ক্রিকেটে তাঁর শেষ ম্যাচ। এখন অস্ট্রেলিয়ার হয়ে শুধু টি-টোয়েন্টিই খেলেন ওয়ার্নার।
ওয়ানডে এবং টেস্টকে বিদায় জানানো ওয়ার্নার টি-টোয়েন্টিতে আজ সিরিজের প্রথম ম্যাচে নেমেই ব্যাট হাতে ঝড় তুলেছিলেন। আগে ব্যাট করতে নেমে ৩৬ বলে করেছেন ৭০ রান। জশ ইংলিশিরে সঙ্গে ৯৩ রানের উদ্বোধনী জুটি গড়েছেন কিংবদন্তি এই ব্যাটার। আউট হওয়ার আগে মেরেছেন ১২টি চার এবং ১টি ছয়।
এদিকে অস্ট্রেলিয়ার জার্সিতে আজ নিজের ১০০তম টি-টোয়েন্টি খেলতে নেমেছেন ওয়ার্নার। এর আগে ২০২২ এর ডিসেম্বরে নিজের ১০০ তম টেস্টে দারুণ এক দ্বি-শতক হাকিয়েছিলেন ওয়ার্নার। আর নিজের ১০০তম ওয়ানডেতে ভারতের বিপক্ষে ম্যাচেও তিনি হাকিয়েছিলেন সেঞ্চুরি।
ফলে একমাত্র ক্রিকেটার হিসেবে তিন ফরম্যাটেই নিজের ১০০তম ম্যাচে ৫০ এর অধিক রান করার দারুণ এক রেকর্ড গড়েছেন অজি এই কিংবদন্তি ব্যাটার। এছাড়াও রস টেইলর এবং বিরাট কোহলির পর তৃতীয় ক্রিকেটার হিসেবে সব ফরম্যাটেই ১০০ আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ডও গড়েছেন তিনি।