প্রকাশ: শুক্রবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৪, ৫:০২ অপরাহ্ন
কক্সবাজার-টেকনাফের সেন্টমার্টিনে ভ্রমণ করতে এসে নিখোঁজ হওয়া সেই বিসিএস ক্যাডার হ্যাপি(৩১) কে উদ্ধার করেছে টেকনাফ থানা পুলিশ।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে দিকে তাকে উদ্ধার করার সত্যতা নিশ্চিত করে টেকনাফ থানা পুলিশের অফিসার ইনচার্জ মুহাম্মদ ওসমান গণি।
মৃত্যু হ্যাপি ৪১তম বিসিএস ক্যাডার। তাকে বনবিভাগে পদায়ন করেছিল সরকার।
টেকনাফ থানা পুলিশের অফিসার ইনচার্জ মুহাম্মদ ওসমান গণি জানান, সেন্টমার্টিন ভ্রমণ করতে এসে গত রোববার (৪ ফেব্রুয়ারি) থেকে তার সন্ধান মিলছে না মর্মে তার সঙ্গে বেড়াতে আসা সহপাঠীরা পুলিশকে অবহিত করার পাশাপাশি তারা থানায় একটি লিখিত ডায়েরি করেন।
এরপর কক্সবাজার জেলা পুলিশ সুপার ও উখিয়া-টেকনাফ সার্কেলের সার্বিক নির্দেশনা মোতাবেক থানায় কর্মরত এস আই সুদর্শনের নেতৃত্বে পুলিশের একটি চৌকষ দল তাকে উদ্ধার করার জন্য অভিযানিক কার্যক্রম শুরু করে।
সেই সূত্র ধরে গত ৫ ফেব্রুয়ারি নিখোঁজ নারী বিসিএস ক্যাডারের মোবাইল লোকেশন কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্ট এলাকায় ট্রেকিংয়ে পাওয়া যায়।
অবশেষে অভিযানিক দলের দীর্ঘ ৫ দিনের সাঁড়াশী প্রচেষ্টার সফলতা হিসাবে শুক্রবার ভোর রাত ৩টার দিকে কক্সবাজার সুগন্ধা বীচ পয়েন্ট সংলগ্ন এ আর গেস্ট হাউস নামে একটি হোটেলের রুম থেকে তাকে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।