মির্জাগঞ্জে ইয়াবাসহ আটক ২
মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি:
প্রকাশ: বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪, ৫:০৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪, ৫:১২ অপরাহ্ন
পটুয়াখালীর মির্জাগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারীকে আটক করেছে মির্জাগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের উত্তর ঝাটিবুনিয়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন-উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের উত্তর ঝাটিবুনিয়ার মো. নুর হোসেন হাওলাদারের ছেলে মেহেদী হাসান (২৭) ও উত্তর সুবিদখালী গ্রামের আঃ সালাম গাজীর ছেলে রাইয়ান ইসলাম গাজী (১৯)।
মির্জাগঞ্জ থানার ওসি মোঃ হাফিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই আসামীদের ইয়াবাসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।