বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

ডিবি হারুন ও তার স্ত্রীসহ ১২ জনকে দুদকে তলব    সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা    বিসিএসে সর্বোচ্চ ৩ বার অংশ নেয়া যাবে     ঘূর্ণিঝড় দানার প্রভাবে ১৪ জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা    ব্যাংকগুলোর সম্পদ মূল্যায়নের কাজ শুরু হবে নভেম্বরে: গভর্নর    গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ তিনজনকে অব্যাহতি   
বান্দরবানে সীমান্ত এলাকায় বাড়ি ছাড়ল কয়েকশ মানুষ
প্রকাশ: বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪, ১২:৪৯ অপরাহ্ন

মিয়ানমারে বিদ্রোহীদের সঙ্গে জান্তা সরকারের বাহিনীর সংঘাতের গোলা, বোমা, মর্টারশেল এসে পড়ছে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলোতে। এতে দুই বাংলাদেশি নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। এমন অবস্থায় সীমান্তবর্তী পাঁচটি গ্রাম তুমব্রু বাজারপাড়া, কোনাপাড়া, মাঝেরপাড়া, ঘুমধুম পাড়া, জলপাইতলীর কয়েকশ মানুষ ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্র এবং দূরদূরান্তের আত্মীয়-স্বজনের বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছেন।

জেলা প্রশাসনের উদ্যোগে উত্তর ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এতে আশ্রয় নিয়েছেন ২৮টি পরিবারের ১১৮ জন সদস্য। এ ছাড়া আত্মীয়-স্বজনের বাড়িতে চলে গেছে দেড় শতাধিক পরিবার।  

বিষয়টি নিশ্চিত করে ঘুমধুম ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বলেন, ‘আজ বুধবার সকাল পর্যন্ত সীমান্তের ওপার থেকে গোলাগুলির শব্দ তেমন শোনা যায়নি। শুনেছি আরাকান বিদ্রোহীরা মিয়ানমারের সীমান্তরক্ষীদের তুমব্রু, ঘুমধুম, ডেকুবুনিয়া তিনটি ক্যাম্পই দখল করে নিয়েছে। ঝুঁকিপূর্ণ সীমান্তবাসীদের জন্য প্রশাসনের পক্ষ থেকে খোলা দুটি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আতঙ্কিত লোকদের সরিয়ে নেওয়া হচ্ছে। গ্রাম প্রহরী ও আনসার বাহিনীর সদস্যরা এ কাজে সহযোগিতা করছেন। আশ্রয়কেন্দ্রে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় খাদ্য ও খাবার পানি সরবরাহ করা হচ্ছে।’

বান্দরবানের জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন বলেন, ‘সীমান্তের সার্বিক পরিস্থিতি বিবোচনায় ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। সীমান্ত এলাকায় ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে খোলা হয়েছে অস্থায়ী দুটি আশ্রয়কেন্দ্র। সীমান্তবর্তী অতি ঝুঁকিপূর্ণ ২৫০টি পরিবারের মধ্যে ১৫০টি পরিবার ইতোমধ্যে আত্মীয়-স্বজনের বাসাবাড়িতে চলে গেছে। আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছে ২৮টি পরিবার। অন্যদের নিরাপদ আশ্রয়ে চলে যেতে উদ্বুদ্ধ করা হচ্ছে। আশ্রয়কেন্দ্রে অবস্থানকারীদের খাবার সরবরাহ করা হচ্ছে।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft