বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

ডিবি হারুন ও তার স্ত্রীসহ ১২ জনকে দুদকে তলব    সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা    বিসিএসে সর্বোচ্চ ৩ বার অংশ নেয়া যাবে     ঘূর্ণিঝড় দানার প্রভাবে ১৪ জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা    ব্যাংকগুলোর সম্পদ মূল্যায়নের কাজ শুরু হবে নভেম্বরে: গভর্নর    গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ তিনজনকে অব্যাহতি   
নওগাঁয় হত্যার দায়ে একজনের যাবজ্জীবন কারাদন্ড
নওগাঁ প্রতিনিধি:
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪, ৪:২৩ অপরাহ্ন

নওগাঁয় পোরশা উপজেলার ইউনুস আলী হত্যা মামলার রায়ে এক ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রদান করেছে বিজ্ঞ দায়রা জজ আদালত।

আজ বৃহষ্পতিবার দুপুরে মামলার একমাত্র আসামী মফিজ উদ্দিনের বিরুদ্ধে এই রায় প্রদান করেন বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ, আবু শামীম আজাদ।

মামলার বিবরণে জানা গেছে গত ৮ ফেব্রুয়ারী ২০১৯ তারিখ বিকেল ৩টায় পোরশা উপজেলার সোমনগর গ্রামের মৃত আব্দুল মান্নানের পুত্র মোঃ ইউনুস আলী (৫২) তাঁর জ্যাকেটে চেইন লাগানোর জন্য পার্শ্ববর্তী সুতলী বাজারে দর্জি মফিজ উদ্দিনের দোকানে যান। চেইন লাগানোর মজুরী হিসিবে দর্জি মফিজ উদ্দিন ৩০ টাকা দাবী করে। কিন্তু ইউনুস ২০ টাকা দিতে চান। 

এ নিয়ে উভয়ের মধ্যে বাক-বিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে দর্জি মফিজ উদ্দিন একটি বাঁশ দিয়ে ইউনুসের মাথায় সজোরে আঘাত করে। এতে মারাত্মকভাবে আহত অবস্থায় স্থানীয় পল্লী চিকিৎসক বিপুলের নিকট নিয়ে যাওয়া হয়। উক্ত চিকিৎসক আহত ইউনুসের মাথায় সেলাই ও ব্যান্ডেজ করে বাসায় নেয়ার পথে তার মৃত্যু হয়।

পরে মৃত ইউনুস আলীর ছোট ভাই সোনাবর অলী পোরশা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

তদন্ত শেষে পুলিশ দর্জি উক্ত মফিজ উদ্দিনের বিরুদ্ধে চার্জশীট গঠন করে বিচারের জন্য আদালতে প্রেরণ করে। বিভিন্ন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ, আবু শামীম আজাদ উক্ত আসামীর বিরুদ্ধে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড, নগদ ১ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরও ২ বছরের সশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন।

রাষ্ট্রপক্ষে পিপি আব্দুল খালেক এবং আসামী পক্ষে দেওয়ান আবু হোসেন মামলাটি পরিচালনা করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft