বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা    বিসিএসে সর্বোচ্চ ৩ বার অংশ নেয়া যাবে     ঘূর্ণিঝড় দানার প্রভাবে ১৪ জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা    ব্যাংকগুলোর সম্পদ মূল্যায়নের কাজ শুরু হবে নভেম্বরে: গভর্নর    গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ তিনজনকে অব্যাহতি    সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করা হয়েছে   
চীনের ইউনানে ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১১
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪, ১২:৩৯ অপরাহ্ন

চীনের ইউনান প্রদেশে ভূমিধসে নিহত হয়েছে অন্তত ১১ জন। উদ্ধারকারীরা নিখোঁজদের খুঁজে বের করার জন্য চেষ্টা করে যাচ্ছেন। এখনো অনেকে নিখোঁজ রয়েছেন।  সোমবার (২২ জানুয়ারি) স্থানীয় সময় ভোর ৫টা ৫১ মিনিটে ইউনান প্রদেশের ঝাওটং শহরে এই ভূমিধসের ঘটনা ঘটে এবং ৪৭ জন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে। দেশটির প্রেসিডেন্ট শি চিনপিং যত দ্রুত সম্ভব নিখোঁজদের উদ্ধার করার   নির্দেশ দিয়েছেন।

রাষ্ট্রীয় গণমাধ্যম প্রাথমিক তদন্তের পর জানিয়েছে, একটি খাড়া পাহাড় ধসে পড়ায় ভূমিধসের ঘটনা ঘটেছে। শহর কর্তৃপক্ষের বরাত দিয়ে সিনহুয়া নিউজ এজেন্সি জানিয়েছে, ধসে পড়া অংশ প্রায় ১০০ মিটার (৩২৮ ফুট) প্রস্থ, ৬০ মিটার উঁচু । ৫০০ জনেরও বেশি লোককে তাদের বাড়িঘর থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং প্রায় এক হাজার উদ্ধারকর্মীকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়াকে ফায়ার ফাইটার লি শেংলং বলেন, ‘রাতভর তল্লাশি ও উদ্ধার অভিযান অব্যাহত ছিল।’ স্থানীয় এক ব্যক্তি গণমাধ্যমকে বলেছেন, অধিকাংশ বাসিন্দাই হয় বৃদ্ধ বা শিশু।ইউনান প্রদেশের লিয়াংশুই গ্রামের স্থানীয় বাসিন্দা জিমু নিউজকে জানান, ‘ভূমিধসের ঘটনা ঘটে যখন তারা ঘুমিয়ে ছিলেন। খুব জোরে একটি ঝাঁকুনি দিয়েছিল এবং বড় ভূমিকম্পের মতো অনুভূত হয়েছিল।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft