প্রকাশ: শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪, ৪:০৪ অপরাহ্ন
আমেরিকার বিভিন্ন রাজ্যে ব্যাপক তুষারপাত ও শীতকালীন ঝড়ের কারণে আজ শুক্রবার দুই হাজারেরও বেশি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে। বাতিল হওয়া ফ্লাইটগুলোর বেশির প্রায় ৪০ শতাংশই শিকাগোর বিভিন্ন বিমানবন্দরের। বাকি ৬০ শতাংশ ফ্লাইট বাতিল হয়েছে কলোরাডো ও উইসকনসিনের মিলওয়াউকি শহরের বিমানবন্দরগুলোতে।
গত কয়েক দিনে আমেরিকায় তাপমাত্রা নেমে গেছে হিমাঙ্কের নিচে। ফলে বেড়ে গেছে বিদ্যুতের চাহিদা। বিদ্যুতের মাধ্যমে ঘর গরম রাখতে চাইছেন সবাই। বিদ্যুতের বাড়তি চাহিদা পূরণ করতে হিমশিম খাচ্ছে আমেরিকার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো। এমনকি বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে কলোরাডো, উইসকনসিন, আরাকানসাসসহ মধ্য ও দক্ষিণাঞ্চলী বিভিন্ন রাজ্যের বহু এলাকা।
সিএনএন আরও জানিয়েছে, আমেরিকার দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলোতে প্রায় আড়াই লাখ বাড়ি বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। এ ছাড়া আরাকানসাসের বেশ কিছু অঞ্চলে শীতকালীন ঝড় বৃষ্টি হয়েছে।