শুক্রবার ২৯ নভেম্বর ২০২৪ ১৪ অগ্রহায়ণ ১৪৩১
 

‘নির্বাচন সুষ্ঠু না হলে দেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে’    গৃহকর্মী হত্যার অভিযোগে বনশ্রীতে বাড়িতে আগুন    ২০২৩ সালে দেশে এইডসে ২৬৬ জনের মৃত্যু     নিউজিল্যান্ডে আরেকটি ঐতিহাসিক জয় টাগইগারদের     নির্বাচন বাধাদানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান ওবায়দুল কাদেরের    হবিগঞ্জের ডিসি ও তিন ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির    ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার   
নাটোরে ৪ আসনে ১২ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
নাটোর প্রতিনিধি:
প্রকাশ: সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩, ৩:৪৮ অপরাহ্ন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর জেলার চারটি সংসদীয় আসনে ৪৩ প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ১২ জন প্রার্থীর বিভিন্ন কাগজপত্রে ত্রুটি থাকায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এসময় ৩১জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

আজ সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাছাইয়ে ১২জন প্রার্থীকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আবু নাছের ভূঁঞা বাতিল ঘোষণা করেন।

নাটোর-১ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১(লালপুর-বাগাতিপাড়া) আসনে ১৪জন প্রার্থীর মধ্য ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাতিল প্রার্থীরা হলেন-আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী কর্ণেল (অব) রমজান আল, হুমায়ুন কবির, এসকেন আলী, জাসদ মোয়াজ্জেম হোসেন, স্বতন্ত্র সায়েদুল ইসলাম।

নাটোর-২ (নাটোর সদর-নলডাঙ্গা) আসনে ৬ জন প্রার্থীর মধ্য একজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাতিল প্রার্থী হলেন- স্বতন্ত্র প্রার্থী কোরবান আলী।

নাটোর-৩ (সিংড়া) আসনে ১২ জন প্রার্থীর মধ্য চারজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। বাতিল প্রার্থীরা হলেন-জাপার আনিসুর রহমান, স্বতন্ত্র আব্দুল্লাহ আল মামুন, সুপ্রিম পার্টির রুস্তম আলী, স্বতন্ত্র শামসুল ইসলাম।

নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে ১১জন প্রার্থীর মধ্য দুইজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাতিল প্রার্থীরা হলেন- জাতীয় পার্টি-জেপি এস এম সেলিম রেজা এবং স্বতন্ত্র সুজন আহমেদ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft