প্রকাশ: রোববার, ৩ ডিসেম্বর, ২০২৩, ১০:২৬ অপরাহ্ন
জামালপুরে পুলিশ পিকাআপ ভ্যানে দেওয়ানগঞ্জগামী লোকাল ট্রেনের ধাক্কায় আহসানুল হক (৩৩) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।এ দুর্ঘটনায় আরিফুল হক (৪৩) নামে এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।
আজ রোববার ভোর সোয়া ৪টার দিকে জামালপুর পৌর শহরের শেখের ভিটা পাঁচ রাস্তা রেলক্রসিংয়ে পুলিশের পিকআপ ভ্যানটিতে সজোরে ধাক্কা লাগে।
এসময় ভ্যানটির পিছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। কর্মরত রেলওয়ে ফাড়ি থানা পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান জানান,ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী লোকাল ২৫৫ আপ ট্রেনটি শেখের ভিটা অতিক্রম করার সময় গেইট ব্যারিয়ার নামানো না থাকায় পুলিশের একটি টহল গাড়ি রেললাইনের উঠে পড়ে।
এসময় লোকাল ট্রেনটি পুলিশের পিকআপ ভ্যানকে ধাক্কা দেয়। এ ঘটনায় গাড়িতে থাকা ৪ জনের মধ্যে পুলিশ সদস্য আহসানুল (৩৩) ও আরিফুল (৪০) গুরুতর আহত হন।পরে আহতদের পুলিশ সদস্য জামালপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে আহসানুল হককে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
কনস্টেবল আরিফুল হককে গুরুতর অবস্থায় দেখে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।