প্রকাশ: রোববার, ৩ ডিসেম্বর, ২০২৩, ৫:৫১ অপরাহ্ন
খাগড়াছড়ি পৌর শহরের শহীদ কাদের সড়কের পুরাতন জিপ স্টেশন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
গতকাল শনিবার মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে। এতে একটি গুদামসহ আটটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে কাঠের দোকান, আসবাবপত্র, ডেকোরেশন, পাইপ ফিটিংসের দোকান, সিমেন্ট ও সারের গুদাম, চিরানো কাঠ এবং ফার্নিচার তৈরি কারখানা রয়েছে।
আগুন লাগার খবরে খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় সেখানকার স্থানীয় বাসিন্দারাও ফায়ার সার্ভিসকে সহযোগিতা করেন।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, মধ্যরাতে আগুন লাগার খবর আসে। বিষয়টি নিশ্চিত করে সাব স্টেশন অফিসার সাইদুর রহমান খান বলেন, ‘আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে জানা সম্ভব হয়নি।’
এদিকে দোকানের মালিক ও প্রত্যক্ষদর্শীরা এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ স্পষ্টভাবে জানাতে পারেননি।